• বারাসতে কালীপুজোর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিস
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: কালীপুজোয় বারাসতে জাঁকজমক হয়। মানুষের ঢল নামে পুজোর ক’টা দিন। ভিড়ের সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া শুরু করেছে পুলিস। শুক্রবার বারাসত শহরের কয়েকটি প্যান্ডেল ঘুরে দেখেন বারাসত পুলিস জেলার আধিকারিকরা। ছিলেন অতিরিক্ত পুলিস সুপার স্পর্শ নিলাঙ্গী, বারাসতের এসডিপিও বিদ্যাগর আজিঙ্কে আনন্ত সহ অনান্যরা। মণ্ডপের প্রবেশ ও বাহির দরজা কেমন হবে, প্যান্ডেলের উচ্চতা এবং সে অনুযায়ী পরিকাঠামো প্রস্তুত কি না তা খতিয়ে দেখে পুলিস। কতজন নিরাপত্তারক্ষী থাকবে এবং পুজো কমিটি ভিতরে-বাইরের জনস্রোত সামাল দিতে কি পদক্ষেপ নিয়েছে তাও খতিয়ে দেখে। স্পর্শ নীলাঙ্গী বলেন, ‘শহরের বড় ১২টি প্যান্ডেল পরিদর্শন করেছি। ২১ অক্টোবর সমন্বয় বৈঠক হবে।’
  • Link to this news (বর্তমান)