• ব্যাপক জলোচ্ছ্বাসে জলমগ্ন ওল্ড দিঘার সৈকত সরণি এলাকা, অনন্য অভিজ্ঞতা পর্যটকদের
    দৈনিক স্টেটসম্যান | ১৯ অক্টোবর ২০২৪
  • পুজোর উৎসবের আবহে দিঘা একেবারে ভিন্ন রূপে আত্মপ্রকাশ করল, যা দেখে বিস্মিত পর্যটক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরাও। রাতে আচমকাই সমুদ্রের বিশাল ঢেউয়ের আক্রমণ। বাঙালির অন্যতম প্রিয় পর্যটনকেন্দ্র দিঘায় পুজোর ছুটির কারণে ভিড় উপচে পড়েছে। সাধারণত এই সময় পর্যটকেরা সমুদ্রের এমন রূপ দেখে অভ্যস্ত নন। তবে এবারের ছুটিতে দিঘায় আসা হাজার হাজার মানুষ ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী রইল।

    রাতের দিঘায় বিশাল জলোচ্ছ্বাসে সবকিছু ভেসে যায়। ওল্ড দিঘার সৈকত সরণি এলাকা একেবারে জলের তলায় চলে যায় এই ব্যাপক ঢেউয়ের আঘাতে। সকালে একবার জোয়ারের ঢেউ আসে, এরপর বৃহস্পতিবার রাতে আবারও সমুদ্র প্রচণ্ড বেগে ফুঁসে ওঠে। একের পর এক বিশাল ঢেউ এসে গার্ডওয়ালের উপর ধাক্কা মারতে থাকে, ফলে পুরো ওল্ড দিঘা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাজবাড়ি কমপ্লেক্সের পাশের কালী মন্দির পর্যন্ত জল ঢুকে পড়ে। মূল সড়কও জলের নীচে চলে যায়, ফলে যান চলাচল ব্যাহত হয়।

    রাতে এই আচমকা পরিস্থিতির কারণে অনেক দোকানদার ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে সমুদ্রের এই বিরল দৃশ্য দেখে পর্যটকদের মধ্যে আনন্দের ঝড় ওঠে। সমুদ্রের তীব্র রূপ উপভোগ করতে ভিড় জমায় অসংখ্য মানুষ, যেন এ এক অনন্য অভিজ্ঞতা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)