• হাতে পায়ে ধরে সিঙ্গুরে টাটাকে ফেরাতে চায় শুভেন্দু
    দৈনিক স্টেটসম্যান | ১৯ অক্টোবর ২০২৪
  • রতন টাটার মৃত্যুর পর সিঙ্গুরে দাঁড়িয়ে টাটা গোষ্ঠীকে ফেরানোর কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে আবার টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনা হবে বলে দাবি করলেন তিনি। সিঙ্গুরে আয়োজিত একটি সভায় এই দাবি করেন এই বিজেপি নেতা। সিঙ্গুর আন্দোলনের সময় শুভেন্দু অধিকারী মমতার ‘সৈনিক’ ছিলেন বলে এদিন কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তৃণমূল নেতৃত্বের দাবি, এখনও ক্ষমতায় না এসেই এই প্রতিশ্রুতি শুভেন্দুর মুখে সাজে না। রাজ্যে ক্ষমতায় আসতে বিজেপিকে এখনও অনেক কাঠখড় পোড়াতে হবে। তাই ক্ষমতায় এলে টাটা গোষ্ঠীকে ফেরানোর প্রতিশ্রুতি হাস্যকর বলে মনে করছেন তৃণমূল নেতাদের একাংশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)