ফের নিম্নচাপের ভ্রুকুটি, আগামী সপ্তাহে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
এই সময় | ১৯ অক্টোবর ২০২৪
কালীপুজো, ভাইফোঁটার আগে বঙ্গে ফের দুর্যোগের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। একটি বেসরকারি ওয়েবসাইট ইউরোপীয় গাণিতিক মডেল অনুসরণ করে জানিয়েছে, এই গভীর নিম্নচাপটি ঘূর্ণাবর্তের আকার নিতে পারে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার পর্যন্ত কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি।নিম্নচাপ তৈরি প্রসঙ্গে কী জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর?
রবিবার আন্দামান সাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। মঙ্গলবার তা মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে পরিণত হবে নিম্নচাপে এবং আগামী বৃহস্পতিবার সেখানেই তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। শক্তিবৃদ্ধি করে নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমার, যে কোনও উপকূলেই স্থলভাগে প্রবেশ করতে পারে।
এক বেসরকারি ওয়েবসাইট দাবি করছে, এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর তা নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
নিম্নচাপের কী প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে?
শনিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবার কিছুটা কমবে বৃষ্টিপাতের পরিমাণ। উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উপকূল সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মঙ্গলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সমস্ত জেলাতেই রয়েছে মাঝারি বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আগামী বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
মঙ্গল ও বুধবার মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।