• আগের খরচ খতিয়ে দেখে বাজেট বরাদ্দ, প্রস্তাব ১১ নভেম্বরের মধ্যে
    এই সময় | ১৯ অক্টোবর ২০২৪
  • তাপস প্রামাণিক

    রাজ্য বাজেট তৈরির জন্যে নিজেদের ইচ্ছেমতো সরকারের কাছে আর প্রস্তাব পাঠাতে পারবে না কোনও দপ্তর। আগের বছরের বাজেটে বরাদ্দ করা টাকা কতটা খরচ হয়েছে, তার উপরেই নির্ভর করবে পরবর্তী বাজেট-বরাদ্দ। তার থেকে বেশি টাকা চাইলে সংশ্লিষ্ট দপ্তরকে উপযুক্ত কারণ দর্শাতে হবে। বাজেট প্রস্তাব তৈরির আগে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের এ ব্যাপারে আগাম সতর্ক করে দিলেন অর্থসচিব প্রভাতকুমার মিশ্র।নবান্ন সূত্রের খবর, ২০২৫-’২৬ অর্থবর্ষের বাজেট এস্টিমেট এবং ২০২৪-’২৫ সালের রিভাইজড বাজেট এস্টিমেট তৈরির কাজ পুরোদমে শুরু করেছে অর্থ দপ্তর। তারই অঙ্গ হিসেবে আগামী ১১ নভেম্বরের মধ্যে অর্থ দপ্তরের অধীন সব ডিরেক্টরেটকে বাজেট এস্টিমেট পাঠাতে বলা হয়েছে। এর উপরেই অনেকটা নির্ভর করছে রাজ্যে বাজেটে কোন দপ্তরের ভাগ্যে কত টাকা জুটবে।

    রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে বাজেট এস্টিমেট এবং রিভাইজড এস্টিমেট তৈরির ক্ষেত্রে কোন কোন বিষয় অগ্রাধিকার পাবে—সেটাও স্পষ্ট করে দিয়েছেন অর্থসচিব। তিনি জানিয়েছেন, যতটা অর্থ দরকার তার উপর ভিত্তি করেই যেন বাজেট এস্টিমেট তৈরি করা হয়।

    অর্থাৎ, অপ্রয়োজনীয় ভাবে যেন বাজেট এস্টিমেট তৈরি করা না হয়। আগের বছর প্রকৃত পক্ষে কত টাকা খরচ হয়েছে, সেটার ভিত্তিতে আগামী অর্থ বছরের জন্যে বাজেট এস্টিমেট বানাতে হবে। গত বছর বাজেট বরাদ্দের কতটা খরচ হয়েছে—সেই তথ্য আইএফএমএস পোর্টালে খুঁজলেই পাওয়া যাবে। তাই পরবর্তী বাজেট এস্টিমেট তৈরির ক্ষেত্রে আইএফএমএস পোর্টালের তথ্য ভালো করে যাচাই করে নিতে বলা হয়েছে। গত বছরের থেকে যদি বরাদ্দ-প্রস্তাব অনেকটা বেশি হয়, সে ক্ষেত্রে কারণ ব্যাখ্যা করতে হবে।
  • Link to this news (এই সময়)