এই সময়, নোয়াপাড়া: বীরভূম থেকে নোয়াপাড়ায় দুর্গাপুজোর প্যান্ডেলে ঢাক বাজাতে এসে নিখোঁজ হয়ে গেলেন এক ঢাকি। ঘটনার পর সাত দিন পেরিয়ে গেলেও এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি।
নিখোঁজ ঢাকির নাম সুমন্ত বাগদি (২৭)। বাড়ি বীরভূমের লাভপুর থানার ব্রাহ্মণপাড়ায়। পঞ্চমীর দিন সুমন্ত-সহ আরও তিন-চারজন নোয়াপাড়া থানার গারুলিয়া পিনকল মোড়ে একটি পুজো মণ্ডপে ঢাক বাজানোর জন্য আসেন। সেখানেই তাঁরা থাকছিলেন। বাজনা শেষে ঢাকিরা একসঙ্গে গঙ্গায় গিয়েছিলেন। সেখান থেকেই আচমকাই নিখোঁজ হয়ে যান সুমন্ত৷বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও কোনও হদিস না পাওয়ায় ফোনে তার পরিবারকে বিষয়টি জানান। অষ্টমীর দিন নোয়াপাড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। ঢাকি নিখোঁজের ঘটনায় দুশ্চিন্তায় পড়েন পুজো উদ্যোক্তারা। খবর পেয়ে নিখোঁজ সুমন্তর মা সুমিত্রা বাগদি বীরভূম থেকে চলে আসেন।
শুক্রবার তিনি বলেন, ‘আমার ছেলে কোথায় গেল বুঝতেই পারছি না। ও ঢাক বাজাতে এসেছিল। একটা মানুষ কি এই ভাবে উড়ে যেতে পারে!’ গঙ্গা স্নান করতে নেমে ওই যুবক নিখোঁজ হয়েছেন, নাকি ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, নোয়াপাড়া থানার পুলিশ তার তদন্ত শুরু করেছে।