• বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের সূচনা কাল
    এই সময় | ১৯ অক্টোবর ২০২৪
  • এই সময়, শিলিগুড়ি: সব বাধা পেরিয়ে অবশেষে রবিবার বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস হচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। পর্যটনকে কেন্দ্র করে যাত্রী সংখ্যা বিপুল ভাবে বেড়ে যাওয়ায় ২০১৭ সাল থেকেই বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য উদ্যোগী হয় রাজ্য সরকার।বিমানবন্দরের সম্প্রসারণের জন্য ১০৫ একর জমি দেওয়া হয়। তার পরে সেনাবাহিনীর এনওসি, ডিপিআর, পরিবেশ মন্ত্রকের সবুজ সঙ্কেতের বাধা ঠেলে অবশেষে সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। বাগডোগরা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রবিবার বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মোট ছ’টি বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করবেন। ফলে ভার্চুয়ালি বাগডোগরা বিমানবন্দরের শিলান্যাস হবে। মাটিগাড়ার কাওয়াখালিতে শিলান্যাস উপলক্ষে একটি সমাবেশও হবে।

    দার্জিলিংয়ের সাংসদ বলেন, ‘প্রথম পর্যায়ে প্রায় ৭০ হাজার ৩৯০ বর্গ মিটার এলাকায় জুড়ে টার্মিনাল বিল্ডিং নির্মাণের কাজ শুরু হবে।’ প্রথম পর্যায়ে দশটি পার্কিং বে এবং মাল্টিলেভেল কার পার্কিং তৈরি করা হবে। বাগডোগরা বিমানবন্দরের বর্তমান পরিকাঠামোয় একসঙ্গে তিন হাজার যাত্রী যাতায়াত করতে পারেন। যদিও বাস্তবে ব্যস্ত সময়ে ভিড় থাকে প্রায় দশ হাজার যাত্রীর। নতুন টর্মিনাল ভবন তৈরি হলে এই সমস্যা দূর হবে।
  • Link to this news (এই সময়)