• ​​আসানসোল সুপার স্পেশালিটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্পূর্ণ অচল
    এই সময় | ১৯ অক্টোবর ২০২৪
  • বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল

    শিয়ালদহ ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডের পরে আসানসোল জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি ইউনিটের অগ্নিনির্বাপক ব্যবস্থা সম্পর্কে খোঁজ নিতে গেলে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জেলা হাসপাতাল চত্বরের চারতলা সুপার স্পেশালিটি ভবনের অগ্নিনির্বাপক ব্যবস্থা প্রায় ৮ মাস ধরে মেরামতির অভাবে অচল হয়ে পড়ে রয়েছে।হাসপাতালের তরফে চলতি বছরের মার্চ মাসে কলকাতার ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের কাছে চিঠি দিয়ে তা জানানোও হয়। আলাদা করে বিষয়টি সেখানে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকও। কিন্তু আজ পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। ফলে হাসপাতালের অনেকের আশঙ্কা, শিয়ালদহ ইএসআইয়ের মতো আচমকা যদি এই সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন ধরে যায় তা হলে চরম বিপদের মুখে পড়তে পারেন রোগী থেকে স্বাস্থ্যকর্মীরা।

    আসানসোলে এসবি গড়াই রোডের উপর পুরোনো হাসপাতাল চত্বরে গড়ে উঠেছে সুপার স্পেশালিটি ইউনিট। পুরোনো হাসপাতালে অগ্নিনির্বাপণের দায়িত্বে রয়েছে পিডব্লিউডি দপ্তর। সেই ব্যবস্থা নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। তবে এখানে কেবল প্রসূতিদের ভর্তি, তাঁদের পথ্য দেওয়া ও আইসিইউয়ে ভর্তি রোগীদের চিকিৎসা হয়। কিন্তু সুপার স্পেশালিটি হাসপাতালের বিশাল ভবনে রয়েছে প্যাথোলজি, সিটি স্ক্যান, একাধিক আউটডোর, মহিলা-পুরুষদের জন্য পৃথক ওয়ার্ড।

    সব মিলিয়ে এখানে শয্যাসংখ্যা প্রায় ৫৫০। তবে রোগী ভর্তির সংখ্যা গড়ে ৭০০ থেকে ৮০০-র মধ্যে থাকে। জেলার তো বটেই পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও বহু রোগী এখানে চিকিৎসা করান। রাতে রোগীর আত্মীয়রাও ওই ভবনের আশপাশে থেকে যান। দিনে চলা আউটডোরে ওষুধ বিলির কাজও এখান থেকে হয়। ফলে সবসময়েই ব্যাপক ভিড় থাকে সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। এই ভবনের সমস্ত মেরামতি কাজ বা সংস্কার সবই করে কলকাতার ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন। পুরোনো হাসপাতাল ভবনের যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিডব্লিউডি-র।

    হাসপাতালের ডেপুটি সুপার কঙ্কণ রায়কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সুপার স্পেশালিটি হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা মেরামতের জন্য গত মার্চ মাসে আমরা প্রথম চিঠি পাঠিয়েছি ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনকে। তার পরেও একাধিকবার যোগাযোগ করা হয়েছে। ওই হাসপাতালের ৪৫টি ফায়ার এক্সটিংগুইসারের মেয়াদ এখন শেষ হয়ে গিয়েছে। এটাও আমরা ওই কর্পোরেশনকে জানিয়েছি।’

    এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস জানান, আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা স্বাভাবিক করার জন্য তিনিও সব জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা আমরা পিডব্লিউডিকে দিয়ে করাতে পারি না। কারণ ওই ভবন দেখভালের দায়িত্বে রয়েছে সংশ্লিষ্ট কর্পোরেশন। আগামী সপ্তাহে আমি ফের ওদের সঙ্গে কথা বলব।’ জেলা পরিষদের স্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান জানিয়েছেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তিনিও খোঁজ নিয়ে দেখবেন।
  • Link to this news (এই সময়)