• ৩০ সেকেন্ড নয়, আগের নিয়মেই স্টেশনগুলিতে দাঁড়াবে লোকাল ট্রেন
    এই সময় | ১৯ অক্টোবর ২০২৪
  • শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন থামার সর্বোচ্চ সময়সীমা নিয়ে বিভ্রান্তি ছড়াল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করা হয়, এই ডিভিশনের বিভিন্ন স্টেশনে সর্বোচ্চ আধ মিনিট লোকাল ট্রেন থামবে। এত কম সময়ের মধ্যে কী ভাবে যাত্রীরা ওঠা নামা করবেন, তা নিয়ে তোলপাড় শুরু হয়। এই চর্চার মধ্যেই শুক্রবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিজ্ঞপ্তি জারি করে জানান, শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনে ওঠানামার সময়ে কোনও পরিবর্তন হয়নি। স্টেশনগুলিতে ৩০ সেকেন্ড করে ট্রেন থামার যে পোস্ট ছড়িয়েছে তা ভুয়ো এবং বিভ্রান্তিকর।বিজ্ঞপ্তি দিয়ে কী জানিয়েছে রেল?

    শুক্রবার রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, 'সম্প্রতি সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনের থামার সময় কমিয়ে ৩০ সেকেন্ড করা হয়েছে বলে বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে। এই খবর সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিমূলক।' যাত্রীদের বিভ্রান্ত না হওয়ার আবেদনও করা হয় রেলের পক্ষ থেকে। পাশাপাশি লোকাল ট্রেনের ক্ষেত্রে প্রতিটি স্টেশনে ওঠানামা করতে এতদিন যে সময় নির্ধারিত ছিল, এখনও তাই থাকবে বলে জানানো হয়েছে।

    স্বাভাবিকভাবেই এই বিজ্ঞপ্তিতে স্বস্তিতে যাত্রীরা। শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনগুলি ব্যবহার করেন বহু মানুষ। অত্যধিক ভিড়ও থাকে এই লোকাল ট্রেনগুলিতে। ওঠানামার জন্য মাত্র ৩০ সেকেন্ড কোনওভাবেই পর্যাপ্ত নয় বলে জানান যাত্রীরা। স্টেশনগুলিতে পুরনো সময় মেনেই ট্রেন দাঁড়ানোর খবরে স্বস্তিতে নিত্যযাত্রীরা।
  • Link to this news (এই সময়)