রাজ্যের ‘সিভিক’ নীতি নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। চিঠিতে তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন। চিঠিতে জ্যোতির্ময় লিখেছেন, পুলিশ দফতরে নিয়োগ থমকে আছে। শূন্য পদ থাকা সত্বেও দীর্ঘ দিন ধরে রাজ্যে পুলিশ নিয়োগ বন্ধ রয়েছে। বদলে সিভিক ভলান্টিয়ার দিয়ে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। সেই নিয়োগও স্বচ্ছ নয়। প্রথমে কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট এই নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া সিভিক ভলান্টিয়ারদের ঘটনাস্থলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এক্তিয়ার বহির্ভূত ভাবে তাদের হাতে লাঠি তুলে দেওয়া হচ্ছে। সিভিক ভলান্টিয়ারের অতিরিক্ত ব্যবহারে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি প্রশ্নের মুখে পড়ছে। অবিলম্বে এই বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক হস্তক্ষেপ করুক। জ্যোতির্ময় বলেন, “পুরুলিয়ায় পরপর দু’দিন দেহ উদ্ধার হচ্ছে। সেই দেহ কার কিছু জানা যাচ্ছে না। স্থানীয় কেউ দাবি করছে না। তা হলে বাইরে থেকে এসেছে? তা হলে কি পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ? তাদের পুরুলিয়াকে কি দুষ্কৃতীরা অপরাধের ঊর্বর জমি মনে করছে?” পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, “সিভিক নিয়ে কথা বলার আগে ওঁরা অগ্নিবীর নিয়ে কথা বলুন! যাঁরা অগ্নিবীর করেন, তাঁরা কোন মুখে সিভিক নিয়ে কথা বলেন? রাজ্যে সিভিকদের ক্ষেত্রে তো তাও দীর্ঘ মেয়াদি কাজের সুযোগ আছে। অগ্নিবীরদের তো চার বছর পর কাজ থাকবে না।”