নাবালিকার বাবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় দু'জনকে। বাঁকুড়ার সদর থানার বিকনা এলাকায় একটি বৈধ দেশী ও বিদেশী মদের ভাটি রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চলে মাতালদের উৎপাত। পথচলতি মানুষজন অতিষ্ঠ মাতালদের দৌরাত্মে। বাঁকুড়া সদর থানায় বারে বারে জানিয়েও কোনও লাভ হয়নি। শুক্রবার রাতে মদের ভাটি থেকে এক টিউশনি ফেরত নাবালিকাকে করা হয় কটুক্তি।
ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দাবি, বারে বারে এলাকা থেকে মদের ভাটি সরানোর বিষয়ে জানিয়েও লাভ হয়নি। প্রায়শই পথ চলতি মহিলা-সহ মানুষদের মদের ভাটি থেকে করা হয় কটুক্তি। এই রাস্তা দিয়ে যাতায়াত করা দুঃসহ হয়ে পড়েছে এলাকাবাসীর। ঘৃতাহুতি হয় শুক্রবারের ঘটনায়। স্থানীয় মানুষজন ঘটনার প্রতিবাদে বাঁকুড়া রাণীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে। ভাঙচুর চালানো হয় মদের ভাটিতেও।
পরে বাঁকুড়া সদর থানার পুলিস গিয়ে ঘটনাস্থলে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রজু করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষী দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস।