ওই দুই যুবক আবারও বাসস্ট্যান্ডে এসে দুই পড়ুয়াকে ভয় দেখিয়ে টোটো করে নিয়ে যাবার সময় চাঁদুর নিমতলার কাছে গিয়ে দুই ছাত্রী চিৎকার চেঁচামেচি করে। স্থানীয় লোকজন বের হতেই দুই যুবক চম্পট দেয় এমনটাই অভিযোগ। এরপর এলাকাবাসী তাদের মুখ থেকে সমস্ত ঘটনা জানার পরই আরামবাগ থানার মহিলা উইনারস টিম পৌঁছে যায়।
জানা গিয়েছে, ওই ছাত্রীদের বাড়ি আরামবাগের পারুল এলাকায়। আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের এই নাবালিকার পরিবারের। বড়সড় ঘটনার হাত থেকে দুই ছাত্রী বাঁচলেও এটি অপহরণের চেষ্টা না অন্য কিছু ? তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিস।
উল্লেখ্য, বুধবার গভীর রাত থেকে নিখোঁজ থাকা মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগ আক্রান্ত এক যুবতীর মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে এক কিলোমিটার দূরে। একটি পুকুরের মধ্য থেকে পাওয়া যায় তার দেহ। মৃত যুবতীর নাম তুলি বর্মন, বয়স ২৫ বছর। বাড়ি বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর গ্রামে। এদিন সকাল ১১ টা নাগাদ চকঘটক গ্রামে সরকারি জলপ্রকল্পের পাশে একটি পুকুর থেকে পচা-গলা মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা।
এরপর খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। তড়িঘড়ি পুলিস এসে মৃতদেহ উদ্ধার করেছে। মৃত এই যুবতীর মৃগী রোগ ছিল বলে দাবি পরিবারের। বুধবার গভীর রাত থেকে নিখোঁজ হয়ে যান। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন পরিবারের লোকজন খোঁজখবর করলেও তার কোনও সন্ধান করতে পারেননি। সাধারণত তুলি বর্মন খুব বেশি বাইরে যাতায়াত করতেন না। তাই বুধবার গভীর রাতে হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর চিন্তিত হয়ে পড়েন তার পরিবার সদস্যরা।