• সোমবার জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাক মমতার
    এই সময় | ১৯ অক্টোবর ২০২৪
  • আগামী সোমবার জুনিয়র চিকিৎসকদের বৈঠকের জন্য ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যের জুনিয়র চিকিৎসকদের সমস্ত দাবি ফোনে শুনতে চান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধিকাংশ দাবির প্রেক্ষিতে যে তাঁর সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ করা হচ্ছে, তাও স্পষ্ট করেছেন তিনি। তবে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণের দাবি মানা যে সম্ভব নয়, তা একপ্রকার স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এ দিন অনশনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্মতলার মঞ্চে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীও। ধর্নামঞ্চে উপস্থিত মুখ্যসচিবের ফোনে অনশনকারীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

    ফোনে ১০ দফা দাবির কথা জুনিয়র চিকিৎসকদের থেকে শুনতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ দিন তাঁকে আট দফা দাবির বিষয়েই জানান আন্দোলনকারীরা। এর মধ্যে ছিল আরজি কর কাণ্ডে সুবিচার, স্বাস্থ্যসচিবের অপসারণ, ‘রেফারেল’ ব্যবস্থা চালু, শূন্য বেডের উপর ডিজিটাল মনিটরিং, মেডিক্যাল কলেজ ভিত্তিক পৃথক টাস্ক ফোর্স গঠন, হাসপাতালগুলিতে সিভিক ভলান্টিয়ারের বদলে পুলিশ মোতায়েন, সরকারি হাসপাতালে শূন্যপদে নিয়োগ এবং মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচার দূর করা।বাকি দুই দফা দাবি আলোচনার টেবিলেই জানাবেন বলে জানান চিকিৎসকরা।

    জুনিয়র ডাক্তারদের একাংশের মতে, স্বাস্থ্য সচিবের অপসারণ বাদ দিয়ে জুনিয়র চিকিৎসকদের সমস্ত দাবির প্রেক্ষিতেই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে অপসারণের দাবি প্রসঙ্গে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'একটা পরিবার থেকে কি সকলকে সরানো যায়?'

    অভিযোগ খতিয়ে দেখেই এই নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অনশন প্রত্যাহারের জন্য বারবার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকরা অবশ্য জানাচ্ছেন, সোমবার পর্যন্ত অনশন চলবে। ওই দিন বৈঠকে তাঁদের দাবি মেনে নেওয়া না হলে একই তীব্রতায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
  • Link to this news (এই সময়)