বিয়ের ৮ মাসের মাথায় হঠাৎ গায়েব ব্যাঙ্কের সহকারী ম্যানেজার, খোঁজ নেই ১ মাস ধরে
হিন্দুস্তান টাইমস | ১৯ অক্টোবর ২০২৪
বিয়ে করেছিলেন এবছরেই। বাবা - মা যখন বিদেশে তখন হঠাৎ নিখোঁজ সরকারি ব্যাঙ্কের অ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়ার। এক মাস ধরে খোঁজ নেই ডোমজুড়ের বাসিন্দা দীপায়ণ পালের। ছেলের খোঁজে থানা পুলিশ কিছু বাদ রাখেননি বাবা - মা। এখন মন কু ডাকছে তাঁদের।
ডোমজুড়ের শলপ পূর্ব পাড়ার বাসিন্দা দীপায়ন পাল কর্মসূত্রে থাকতেন পূর্ব মেদিনীপুরের তমলুকে। তিনি তমলুক স্টেশন বাজার এসবিআই ব্যাংক শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তমলুকে তিনি ঘর ভাড়া করে থাকতেন। গত ২০শে সেপ্টেম্বর তিনি বাইকে চেপে অফিসে বেরিয়েছিলেন। শেষবার তাকে বাইক নিয়ে দেখা যায় এসবিআই এর নিমতৌড়ি শাখায়। তারপর তাঁর এবং বাইকের কোনো খোঁজ পাওয়া যায়নি। বাড়ির লোক বারবার তাকে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোনের সুইচ বন্ধ ছিল। পরে তার স্ত্রী মৌমিতা ঘোষ পাল খবর পেয়ে তমলুকে যান এবং তমলুক থানায় নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু পুলিশ তদন্ত শুরু করলেও দীপায়নের কোন খোঁজ পাওয়া যায়নি।
দীপায়নের বাবা এবং মা জানিয়েছেন তাদের বড় ছেলে কর্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। নাতির জন্মদিন উপলক্ষ্যে তারা দু’জনে আমেরিকায় গিয়েছিলেন। সেখানেই তারা খবর পান ছোট ছেলে দীপায়ন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কী কারনে তিনি নিখোঁজ হয়ে গেল সে সম্পর্কে তারা কার্যত অন্ধকারে রয়েছেন তাঁরা। দীপায়ণবাবুর মা - বাবা জানিয়েছেন আট মাস আগে তার ছোট ছেলের বিয়ে হলেও স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক মোটের উপর ভালো ছিল। তবে মাঝে মাঝে দুজনের মধ্যে ঝামেলা হতো। আর ঝামেলা হলে দীপায়ন অবসাদে ভুগত। এছাড়া তিনি বেশি মানসিক চাপ সহ্য করতে পারতেন না। এই নিয়ে তাদের মাঝে মাঝে বলত। তার মা তাকে এ ব্যাপারে কাউন্সিলিং এর পরামর্শ দেন। তবে ঘটনার দিন ঠিক কি হয়েছিল সে সম্পর্কে তাদের কিছু জানা নেই।
বিদেশে থাকাকালীন খবর পেয়ে তারা ছুটে আসেন। তার বাবা রঞ্জন পাল বলেন তার ছেলেকে কেউ তুলে নিয়ে যেতে পারে। তবে এখনো পর্যন্ত মুক্তিপণ চেয়ে কোন ফোন আসেনি। পুলিশ এ ব্যাপারে তাদের আশ্বস্ত করলেও পাল পরিবার এখন তাদের দিকেই তাকিয়ে আছে কখন ঘরের ছেলে ঘরে ফেরে।