দলীয় পদে ইস্তফা স্ত্রীর, মমতার প্রাক্তন মন্ত্রীর BJPতে যোগদান নিয়ে শুরু জল্পনা
হিন্দুস্তান টাইমস | ১৯ অক্টোবর ২০২৪
তৃণমূলের ব্লক সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র। সুমনাদেবীর ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, বিজেপিতে যোগদান করতে পারেন সৌমেনবাবু ও সুমনাদেবী।
পাঁশকুড়া পুরসভার কাউন্সিলর ছিলেন সুমনা মহাপাত্র। কিছুদিন আগেই সেই পুরসভার মেয়াদ শেষ হয়েছে। এছাড়া দলের পাঁশকুড়া ব্লক সভানেত্রী ছিলেন তিনি। সেই পদ থেকে ইস্তফা দিয়ে সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে একাধিক কারণে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ গোপন করেননি বলেও জানা গিয়েছে। ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর সৌমেন মহাপাত্র মন্ত্রিত্ব হারান।
সম্প্রতি আরজি কর কাণ্ডের পর সৌমেন মহাপাত্রের একমাত্র ছেলের নাম জড়িয়ে গুজব ছড়ায়। এই নিয়ে শোরগোলের মধ্যে বাড়িতেই সাংবাদিক বৈঠক করে দলেরই একাংশের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ করেন মহাপাত্র দম্পতি। জানান, তাঁদের ছেলে সরকারি হাসপাতালের ডাক্তার। ঘটনার দিন গর্ভবতী বউমাকে নিয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে USG পরীক্ষা করাতে গিয়েছিল সে। তাকে নিয়ে এসব আজে বাজে কথা ছড়াচ্ছে দলেরই কিছু নেতা। মহাপাত্র পরিবারকে নীচু করতেই এই চেষ্টা বলে দাবি করেন তাঁরা।
এরই মধ্যে সুমনা মহাপাত্রের ইস্তফায় প্রশ্ন উঠছে, তবে কি ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করতে চলেছেন সৌমেন মহাপাত্র। বর্তমানে তমলুকের বিধায়ক সৌমেনবাবু। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কয়েক শ’ ভোটে জিতেছিলেন তিনি। সূত্রের খবর, দলের ভিতরে কোণঠাসা হয়ে দলবদল করতে পারেন তিনি।