ছেলেটা ভালো না, মেয়েকে সতর্ক করেছিলাম, বললেন কৃষ্ণনগরে নিহত তরুণীর মা
হিন্দুস্তান টাইমস | ১৯ অক্টোবর ২০২৪
কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুতে অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে উঠে এসেছে নানা প্রশ্ন। সেশ্যাল মিডিয়ায় তরুণী যুবককে কেন স্বামী বলে উল্লেখ করেছিলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তারই মধ্যে মেয়ের পরিণতি নিয়ে আক্ষেপ ঝরে পড়ল সদ্য সন্তানহারা মায়ের কণ্ঠে। তাঁর আফশোস, মেয়েকে বার বার ওই ছেলের ব্যাপারে সতর্ক করেছিলাম। কিন্তু ওর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল আমার মেয়ে।
প্রাপ্ত বয়স্ক হয়েছেন কয়েক বছর আগে। আর সদ্য যৌবনের প্রবণতায় প্রেমিককে নিয়ে বেপরোয়া হয়ে উঠেছিলেন ওই তরুণী। তাঁর মা জানিয়েছেন, ছেলেটাকে আমার একেবারে পছন্দ ছিল না। মেয়েকে তা আমি জানিয়েছিলাম। কিন্তু ১৮ বছর বয়স হয়ে যাওয়ায় মেয়ে ওকে বিয়ে করতে মরিয়া হয়ে উঠেছিল। আমি ওকে বুঝিয়ে বলেছিলাম, নিজের পায়ে দাঁড়াতে। বছর পাঁচেক পর বিয়ে দেব। কিন্তু ও অতদিন দেরি করতে রাজি ছিল না। ছেলেটির সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখে ওর নিজের জীবনটাই চলে গেল।
মৃত তরুণীর মা বলেন, ‘ছেলেটার হাব ভাব ভালো ছিল না। স্বভাব – চরিত্র নিয়েও সন্দেহ ছিল। বাড়ির কেউ ছেলেটার সঙ্গে ওর সম্পর্ক মেনে নেয়নি।’
তরুণীর মৃত্যুতে এখনও পর্যন্ত ধর্ষণ বা খুনের কোনও প্রমাণ পায়নি পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নিজেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। তবে সেব্যাপারে আরও নিশ্চিত হতে তদন্ত চালাচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তরুণী ও অভিযুক্তের বন্ধুদের। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ।