বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার, এবার ৪৮ ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার
হিন্দুস্তান টাইমস | ১৯ অক্টোবর ২০২৪
আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার অভিযোগে এবার গ্রেফতার হলেন ৪৮ জন ভারতীয় মৎস্যজীবী। বাংলাদেশ নৌবাহিনী তাদের গ্রেফতার করেছে। বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় মৎস্যজীবীদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের করেছে বাংলাদেশের কোস্টগার্ড এবং নৌবাহিনী। ধৃত মৎস্যজীবীদের শুক্রবার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, কয়েকদিন আগেই বাংলাদেশ জলসীমায় প্রবেশ করার অভিযোগে ৩১ জন মৎসজীবীকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার গ্রেফতার করা হল আরও ৪৮ জনকে।
জানা গিয়েছে, তিনটি ফিশিং ট্রলারে করে ৪৮ জন মৎস্যজীবী মাছ ধরতে বেরিয়েছিলেন। গত পরশু সেই তিনটি ফিশিং ট্রলার বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের চোখে পড়ে। প্রত্যেকটি ফিশিং ট্রলারে ছিল ভারতীয় পতাকা। তা দেখে মৎস্যজীবীদের ভারতীয় হিসেবে শনাক্ত করে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে আটক করে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। ফিশিং ট্রলারগুলি বাংলাদেশ নৌবাহিনীকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের নৌবাহিনী তাদের ধরে ফেলে। খুলনার মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে তাদের আটক করা হয়। পরে মংলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী পৃথক দুটি মামলা দায়ের করেছে। তাদের আদালতে তোলা হয়েছে। যদিও মৎস্যজীবীদের নাম বা পরিচয় কিছুই এখনও পর্যন্ত জানা যায়নি।
এর আগে গত সোমবার বেআইনিভাবে বাংলাদেশ সীমানায় ঢুকে ইলিশ শিকারের অভিযোগে ৩১জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছিল বাংলাদেশ নৌবাহিনী। দুটি ট্রলারে করে ওই মৎস্যজীবীরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিলেন বলে অভিযোগ ওঠে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জানা যায়, ওই মৎস্যজীবীরা দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপের বাসিন্দা। তাদের আটক করে পাটুয়াখালি বন্দরে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলাপাড়া থানায়।
প্রসঙ্গত, প্রতিবছরই ইলিশের বংশবিস্তারের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে বাংলাদেশে। এবার ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জলসীমায় বঙ্গোপসাগর এবং নদীতে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে বাংলাদেশের জলসীমায় ঢুকে ভারতীয় মৎস্যজীবীরা ইলিশ মাছ স্বীকার করছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীদের দাবি, তারা ভারতীয় জলসীমায় মাছ ধরছিলেন। মৎস্যজীবীদের গ্রেফতারের পাশাপাশি তাদের ট্রলারও বাজেয়াপ্ত করা হয়। এনিয়ে মৎস্যজীবীদের চিন্তায় উদ্বিগ্ন পরিবার।