বকখালি হয়ে কলকাতা? ভাবগতিক ভালো ঠেকছে না ঘূর্ণিঝড় ‘দানা’র, ফের ভাসতে পারে রাজ্য
হিন্দুস্তান টাইমস | ১৯ অক্টোবর ২০২৪
আশঙ্কা বাড়িয়ে শনিবার রাতেই আন্দামান সাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। যা ঘূর্ণিঝড়ের আকার নিয়ে আগামী বৃহস্পতিবার আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গের উপকূলে। যার জেরে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডের একাংশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশেও।
পূর্বাভাস বলছে, শনিবার গভীর রাতে আন্দামান সাগরে প্রবেশ করবে থাইল্যান্ড উপসাগরের ওপর অবস্থিত ঘূর্ণাবর্তটি। তার পর ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে রবিবার নিম্নচাপের আকার নেবে সেটি। সোমবার রাতে নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর পর উত্তর – উত্তর পশ্চিম দিকে এগিয়ে সেটি বৃহস্পতিবার ভূভাগে প্রবেশ করবে। ঘূর্ণিঝড়ের আকার নিলে তার নাম হবে ‘দানা’।
এখনও পর্যন্ত পূর্বাভাস বলছে পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। তবে ঝড়টি খুব বেশি শক্তিশালী হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঝড় যেখানেই আঘাত হানুক তার জেরে পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছেই। তবে ঝড়টি ওড়িশা দিয়ে ভূভাগে প্রবেশ করলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি প্রভাবিত হতে পারে। ঝড় পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানলে কম বেশি প্রভাব পড়তে পারে গোটা দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুধ ও বৃহস্পতিবার ২০০ মিমি বা তার বেশি বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়ের জেরে ঝাড়খণ্ডের একাংশেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তেমন হলে নতুন করে জল ছাড়তে পারে ডিভিসি। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের জন্য অপেক্ষা করছে আরেকটা দুর্যোগ।