• অনশন তুলে নিলে তবেই সোমবার নবান্নে বৈঠক! পন্থের ইমেলে ‘শর্ত’ দেওয়া হল জুনিয়র ডাক্তারদের
    আনন্দবাজার | ১৯ অক্টোবর ২০২৪
  • ‘আমরণ অনশন’ তুললেই সোমবারের বৈঠক হবে নবান্নে। জুনিয়র ডাক্তারদের পাঠানো ইমেলে এমনই জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। ইমেলে মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের জানিয়েছেন, অনশন প্রত্যাহার করে ২১ অক্টোবর নবান্নে বৈঠকে যোগ দিন। মুখ্যসচিবের এই ইমেলের জবাব শনিবারের মধ্যেই দেওয়া হবে বলে জানান জুনিয়র ডাক্তারেরা।

    শনিবার দুপুর ২টোয় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে আচমকাই হাজির হন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। সেখানে অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশাপাশি অন্য প্রতিনিধিদের সঙ্গে ঘণ্টা খানেক আলোচনা করেন তাঁরা। সেই আলোচনার মাঝেই মুখ্যসচিবের ফোনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে অনশনকারীদের অনশন তুলে নেওয়ার আর্জি করেন তিনি। মমতা এ-ও জানান, আন্দোলনে বসতে প্রস্তুত। এমনকি, ফোনে বৈঠকের কথা জানিয়ে দেন মমতা।

  • Link to this news (আনন্দবাজার)