জুনিয়র ডাক্তারদের চিঠি রাজ্যের, অনশন তোলার পরেই আলোচনা
এই সময় | ২০ অক্টোবর ২০২৪
অনশনরত জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকল রাজ্য সরকার। শনিবার আন্দোলনকারী ডাক্তারদের মঞ্চে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তারপরে বিকেলে তিনি চিঠি দিলেন আন্দোলনকারী এবং অনশন চালানো জুনিয়র ডাক্তারদের। ২১ অক্টোবর, সোমবার বিকেল ৫টায় চিকিৎসকদের নবান্নে আলোচনার জন্য ডাকা হয়েছে।রাজ্য সরকারের চিঠিতে বলা হয়েছে অনশন তোলার পরে জুনিয়র ডাক্তারদের ১০ জনের প্রতিনিধি দল আলোচনায় যোগ দিতে আসতে পারবে। মুখ্যমন্ত্রীর অন্যান্য কাজ থাকায় ওই দিন ৪৫ মিনিট মিটিংয়ের জন্য ধার্য করা হয়েছে। আন্দোলনকারী ডাক্তারদের সাড়ে চারটের মধ্যেই নবান্নে পৌঁছতে বলা হয়েছে এবং ১০ জনের প্রতিনিধির নাম ইমেলের মাধ্যমে জানাতে বলা হয়েছে। রাত আটটা পর্যন্ত এই ইমেলের জবাব দেননি জুনিয়র ডাক্তাররা।
এদিনই আন্দোলনের মঞ্চে মনোজ পন্থের সঙ্গে কথা বলার পরে মুখ্যসচিবের ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় আন্দোলনকারীদের একাংশের। ফোনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের বেশ কিছু দাবি জানান জুনিয়র ডাক্তাররা। তার মধ্যে স্বাস্থ্য সচিবের অপসারণ, কেন্দ্রীয় রেফারেল সিস্টেম চালু, নির্বাচন সংক্রান্ত দাবি ছিল। এর মধ্যে স্বাস্থ্য সচিবের অপসারণ ছাড়া বাকি দাবিগুলি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। ছাত্র নির্বাচনের দাবিও মেনে নিয়েছেন।
তবে শুধুমাত্র ৩-৪ মাস সময় চেয়েছেন তিনি। তার আগে ডাক্তারদের অনশন ছেড়ে কাজে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। যদিও তারপরে নিজেদের মধ্যে বৈঠক করে সাংবাদিক বৈঠকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন সব দাবি মানা হলে তারপরেই অনশন তোলা হবে।
ফলে সোমবার আলোচনা হবে কি না এবং সরকারি স্বাস্থ্য পরিষেবা আগের মতো সচল হবে কি না- তা নিয়ে এখনও রইল জটিলতা