প্রার্থী ঘোষণা করেনি কোনও দল, তালডাংরায় প্রচারের ধার বাড়াচ্ছে সব শিবিরই
এই সময় | ২০ অক্টোবর ২০২৪
নজরে বিধানসভা উপনির্বাচন, বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। কারা হবেন প্রার্থী? তা নিয়ে চলছে জোর চর্চা। তালডাংরা কেন্দ্রে প্রার্থী হিসেবে একাধিক নাম নিয়ে চলছে আলোচনা। পাল্লা ভারী কার কার?তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী সাংসদ হওয়ার পর তালডাংরার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফলে রাজ্যের আরও ৫ কেন্দ্রের পাশাপাশি বাঁকুড়ার এই বিধানসভা আসনে উপনির্বাচন। প্রস্তুতি শুরু সব দলেরই। অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি-সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্প্রতি ভোট প্রস্তুতি নিয়ে একটি বৈঠকও করেছেন জেলা তৃণমূল সভাপতি ও সাংসদ অরূপ চক্রবর্তী। তবে দলের কে প্রার্থী হবেন, তা নিয়ে তিনি মুখ খুলতে রাজি নন। দলের অন্দরেই স্থানীয় কোনও নেতাকে প্রার্থী করার দাবি উঠেছে বলে স্থানীয় সূত্রে খবর। বিষয়টি স্বীকার করে নেন অরূপ চক্রবর্তীও। তিনি বলেন, 'দলীয় কর্মীরা চাইছেন এলাকার কেউ প্রার্থী হোক। তবে এই বিষয়ে শেষ কথা বলবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'
জেলা তৃণমূলের একটি সূত্র দাবি করছে, তৃণমূল প্রার্থী হিসেবে বিস্তর পাল্লা ভারী দলের তালডাংরা কেন্দ্রের ব্লক সভাপতি তারাশঙ্কর রায়ের। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানাচ্ছেন জেলার শীর্ষস্তরের নেতারাও। তালডাংরা বিধানসভা কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি কোনও দলই। কিন্তু দলের প্রতীক এঁকে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। উল্লেখ্য, এই কেন্দ্র তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি। ২০১৬, ২০২১ পরপর দুটি বিধানসভা ভোটে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের মানুষের রায় দিয়েছে সবুজ শিবিরের দিকে।
একসময় বাঁকুড়ার এই কেন্দ্র 'লাল দুর্গ' হিসেবে পরিচিত ছিল। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের হাওয়ার মাঝেও তালডাংরা কেন্দ্রে জয়ী হন সিপিএমের মনোরঞ্জন পাত্র। যদিও এখন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতিতে অমূল বদলছে। কিন্তু জেলা বাম নেতৃত্বের দাবি, উপনির্বাচনে 'লড়াই হবে।' তালডাংরা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অমিয় পাত্র বলেন, 'আমাদের দল বরাবর স্থানীয়দের প্রার্থী করেছে। নিয়ম অনুযায়ী বিমান বসুই প্রার্থীর নাম ঘোষণা করবেন। তবে আমরা আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছি। লড়াই হবে।'
বিজেপি ভোটের আগে সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে নিশানা করছে তৃণমূলকে। তবে প্রার্থী নিয়ে ‘স্পিকটি নট’ তারাও। জেলা বিজেপি নেতৃত্ব জানাচ্ছে, আপাতত দলীয় প্রতীক এঁকে প্রচার শুরু করেছে তারা। দল যাঁর নাম ঘোষণা করবে তাঁকে সামনে রেখেই দলীয় কর্মীরা প্রচারে নামবেন বলে জানান বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল।