চলবে অনশন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত, জানালেন জুনিয়র ডাক্তাররা
এই সময় | ২০ অক্টোবর ২০২৪
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে, শনিবার সাংবাদিক বৈঠকে জানালেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের ১০ দফা দাবি মানার পরেই অনশন প্রত্যাহার করা হবে বলে জানাচ্ছেন তাঁরা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পাওয়ার পর নিজেদের মধ্যে শনিবার একদফা আলোচনা করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এরপরেই তাঁদের তরফে এই বক্তব্য সামনে আসে। আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার বলেন, ‘আমরা ভেবেছিলাম, আজ সব মিটতে চলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি এ দিন ব্যস্ত। সোমবার আলোচনায় বসবেন। আমরা সোমবারের অপেক্ষায় থাকব।’
আন্দোলনকারী আশফাক উল্লাহ নায়ার বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের জন্য সোমবার সময় দিয়েছেন। তার মানে আরও দু’দিন অনশন চলবে।' তাঁদের নজর থাকবে সোমবারের বৈঠকের দিকে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বৈঠকে যোগ দিতে চলেছেন আন্দোলনকারীরা, এ দিন তা মোটের উপর স্পষ্ট।
অনশনকারী আলোলিকা ঘোড়ুই বলেন, 'মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ফোনে কথা বলে বোঝা গেল অনেক দাবিই তাঁর অজানা। আগেও মুখোমুখি বসেছি, আবারও বসব। চাইলে আরও কয়েক দিন অভুক্ত থাকব। এতদিন অনশন চলছে। আরও দু’তিন দিন অভুক্ত থাকতে অসুবিধা নেই।' মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবার জুনিয়র চিকিৎসকদের বৈঠকের দিকে এখন সব নজর।
উল্লেখ্য, এ দিন জুনিয়র চিকিৎসকদের ধর্মতলার অনশনমঞ্চে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি সেখানে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন অনশনকারীদের। ১০ দফা দাবি ফোনে শুনতেও চান মুখ্যমন্ত্রী। ফোনে অবশ্য ৮ দফা দাবির কথাই জানিয়েছেন আন্দোলনকারীরা। বাকি ২ দফা দাবি বৈঠকে জানানোর কথা বলেছেন তাঁরা। এ দিন একাধিকবার অনশন প্রত্যাহারের আবেদন করেন মুখ্যমন্ত্রী।