আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। ভোট হবে সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া এবং নৈহাটি আসনে। এই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপনির্বাচন কমিশন। নির্ঘন্ট ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলির তরফে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। এদিকে এবারের উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে কী কৌশল নিতে চলেছে বামেরা ? শুক্রবার এই নিয়ে বৈঠকে বসে বামফ্রন্ট ।