জানা গিয়েছে, ওই তৃণমূল কাউন্সিলরের নাম সেলিম আখতার আনসারি। তিনি আসানসোল পৌরনিগমের কুলটি বিধানসভার অন্তর্গত ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শুক্রবার, ১৮ অক্টোবর তাঁর বাড়িতে স্পীড পোস্টে একটি চিঠি আসে। অজ্ঞাত পরিচয়ের কেউ সেই চিঠি পাঠান। কুলটি পোস্ট অফিস থেকে তাঁর বাড়িতে চিঠিটি দিয়ে যায়। সেটা পড়তে গিয়েই হাড়হীম হয়ে যায় সেলিম আখতার আনসারির। চিঠি খুলে তিনি দেখেন সেখানে লেখা রয়েছে, "বি কেয়ারফুল আফটার ছটপুজো, মহঃ সেলিম আখতার আনসারি, কাউন্সিলর, ওয়ার্ড নম্বর ৬৩"। অর্থাৎ, 'ছটপুজোর পর সাবধানে থাকুন, সেলিম আখতার আনসারি'।
এ প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর মহঃ সেলিম আখতার আনসারি বলেন, "স্পীড পোস্টে এই চিঠি আসে। এই চিঠি আসার পর কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।" তিনি আরও জানান, চিঠিটি জেডি সিনহা নামে একজন ব্যক্তি পাঠিয়েছেন। যদিও কে এই জেডি সিনহা, তা জানেন না তিনি। ঘটনার তদন্তে নেমছে পুলিস। জানা গিয়েছে, দলের জেলা শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। তবে কেন তৃণমূল কাউন্সিলর কে সাবধানে থাকার হুমকি চিঠি দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।