• আন্তর্জাতিক স্বীকৃতি! প্যারিসে পুরষ্কৃত রাজ্যের দুধ উত্‍পানকারী সংস্থা 'সুন্দরীনি'...
    ২৪ ঘন্টা | ২০ অক্টোবর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় মুকুটে ফের নয়া পালক। প্যারিসে রাজ্যের দুধ উত্‍পাদনকারী সংস্থা 'সুন্দরীনি'কে এবার স্বীকৃতি দিল আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশন। 'সুন্দরবনের মহিলার সাফল্য়ে উচ্ছ্বসিত', এক্স হ্যান্ডেলে পোস্ট দিলেন মুখ্য়মন্ত্রী।

    নাম, 'সুন্দরীনি'। এই দুধ উত্‍পাদনকারী সংস্থাটি চালান সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। রাজ্যের দাবি, তাঁদের জীবনই কার্যত বদলে দিয়েছে এই সংস্থা। উত্‍পাদন কত? প্রতিদিন প্রায় ২ হাজার লিটার। দক্ষিণ ২৪ পরগনার প্রায় সাড়ে ৪ হাজার মহিলা এই সংস্থার সঙ্গে যুক্ত। 

    এক্স হ্যান্ডেল পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আন্তর্জাতিক ডেয়ারি ফাউন্ডেশনের 'ডেয়ারি ইনোভেশন' সম্মানে সম্মানিত করা হয়েছে 'সুন্দরীনি'কে। গোটা বিশ্বের মোট ১৫৩টি ডেয়ারি সংস্থা ওই সম্মানের জন্য আবেদন করেছিল। তাদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বাংলা'।

     

    মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য়, 'শুধু ২০২৩-২৪ অর্থবর্ষে ‘সুন্দরীনি’র আয় ছিল ৪ কোটি টাকা। দুধ উৎপাদনের পাশাপাশি প্রতিদিন এই সংস্থা উৎপন্ন করে প্রায় ২৫০ কেজি দুগ্ধজাত পণ্যও'।

  • Link to this news (২৪ ঘন্টা)