পুজোর নামে তোলাবাজি,TMC কর্মীর ক্ষিদে না মেটায় ব্যবসায়ীর মূক ও বধির মেয়েকে মারধর
হিন্দুস্তান টাইমস | ২০ অক্টোবর ২০২৪
পুজোর নামে ব্যবসায়ীর কাছে তোলা চাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ক্ষিদে মেটাতে না পারায় ব্যবসায়ীকে রাস্তায় ফেলে মারধরের অভিযুক্ত তৃণমূল কর্মী। অভিযোগ, ব্যবসায়ীকে বাঁচাতে এলে মারধর করা হয় তাঁর মূক ও বধির কন্যাক, শ্লীলতাহানি করা হয় ব্যবসায়ীর স্ত্রীকে। থানায় অভিযোগ দায়েরের ১ সপ্তাহ পরেও এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই তৃণমূলকর্মী। ঘটনা দমদমের সুভাষনগরের।
আক্রান্ত সৌমেন বর্মন পেশায় পানীয় জলের ব্যবসায়ী। তিনি জানিয়েছেন, দুর্গাপুজো উপলক্ষ্যে তাঁর কাছে ৫০ হাজার টাকা তোলা চায় স্থানীয় কাউন্সিলর অভিজিৎ মিত্রের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সৌরভ আইচ ওরফে বাবুলাল। সঙ্গে ১০০ পেটি জল দিতে হবে বলেও দাবি জানায় সে। কিন্তু অত টাকা ও জল দিতে পারেননি সৌমেনবাবু। অভিযোগ, সেই রোষে গত ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিন তিনি বাড়ি থেকে বেরোলেই তাঁর ওপরে হামলা চালায় ওই তৃণমূলি দুষ্কৃতী। রাস্তায় ফেলে সৌমেনবাবুকে মারতে থাকে সে। তাঁর চিৎকারে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্ত্রী। মায়ের পিছন পিছন বেরিয়ে আসেন সৌমেনবাবুর মূক ও বধির কন্যাও। সৌমেনবাবুকে বাঁচানোর চেষ্টা করেন তাঁরা। অভিযোগ, তখন সৌমেনবাবুর কন্যাকেও মারধর করে সৌরভ। তাঁর স্ত্রী পোশাক ছিঁড়ে দেয় সে।
এই ঘটনায় গত ১৫ অক্টোবর দমদম থানায় অভিযোগ দায়ের করেন সৌমেনবাবু। তবে তার পর সপ্তাহ ঘুরলেও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। কাউন্সিলর ঘনিষ্ঠ বলেই কি গুন্ডামি করে ছাড়? প্রশ্ন উঠছে। অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূলকর্মী। তাঁর পালটা দাবি, তাঁকেই মারধর করা হয়েছে।