• দেড় মাস ধরে ‘টার্গেট’ নজরদারির দায়িত্বে ছিল গ্রেপ্তার হওয়া বুবাই
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের রাধারঘাটে প্রাক্তন তৃণমূল নেতা প্রদীপ দত্ত খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল পুলিস। ধৃত বুবাই দাস গত দেড় মাস ধরে প্রদীপবাবুর উপর নজর রাখছিল। সে প্রদীপবাবুর প্রতিবেশী হওয়ায় নজরদারি করতে সুবিধা হয়। পাশাপাশি খুনের ঘটনার দিন সে টিপারের ভূমিকা পালন করে বলে জানতে পেরেছে পুলিস। ঘটনার দিন ভোরে দুই শার্প শ্যুটারকে প্রদীপবাবুর ব্যাপারে সে বিস্তারিত তথ্য দিয়েছিল। বুবাইয়ের থেকে টিপ পেয়েই বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ প্রদীপবাবুর গ্রামে হানা দেয় দুই শার্প শ্যুটার। সেই সময় প্রাতঃভ্রমণে বেরিয়ে রাধারঘাটের গোয়ালজান এলাকায় নিজের গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলেন প্রদীপবাবু। তখনই মোটরবাইকে করে এসে তাঁর উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। দুই শার্পশ্যুটারকে হন্যে হয়ে খুঁজছে পুলিস। বুবাইকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 


    জানা গিয়েছে, অভিযুক্ত বুবাই বহরমপুর পুরসভার সাফাই কর্মীদের সুপারভাইজার হিসেবে কাজ করত। বুবাইয়ের বাবা রাধারঘাট এলাকায় জুতো সারাইয়ের কাজ করেন। পুলিস জানতে পেরেছে, বুবাইয়ের সাহায্য নিয়ে মূল অভিযুক্তরা বেশ কয়েকবার গোয়ালজান এলাকায় রেকি করে। মোটা টাকা পাওয়ার আশায় সে খুনিদের প্রদীপবাবুর তথ্য দিয়েছিল। কিন্তু, ঘটনার পর টাকা পাওয়ার আগেই সে গ্রেপ্তার হয়। শুক্রবার ভোর রাতে তাকে বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় পুলিস পাকড়াও করে। বহরমপুর আদালতে তুলে ১৩ দিনের পুলিসি হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসাররা। বুবাই জানিয়েছে, খুনের আগে দুই শার্পশ্যুটার এলাকায় রেকি করেছিল। প্রদীপবাবুর বাড়ি ও তার দোকান তারা দেখে গিয়েছিল। তারপরই ভোরের দিকে অপারেশন চালানো হয়। 


    জেলা পুলিসের এক আধিকারিক বলেন, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে আমরা নিশ্চিত। গত কয়েক বছরে প্রদীপবাবু এলাকায় জমি জমার ব্যবসা করে বেশ লাভবান হয়েছিলেন। জমি কেনা বেচার পাশাপাশি ইদানীং তিনি প্রোমোটারি ব্যবসা করছিলেন। জাতীয় সড়কের পাশেই তাঁর একটি বিল্ডিংয়ের কাজ চলছে। এই খুনের ঘটনার পিছনে ব্যবসায়িক শত্রুতা আছে বলেই আমরা মনে করছি। শ্যুটারদের খোঁজে বেশ কয়েকটি টিম বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। আশা করছি, দু’-একদিনের মধ্যেই তাদের আমরা পাকড়াও করব। শ্যুটারদের ধরতে পারলেই খুনের মোটিভ এবং এর পিছনে আর কারা আছে সে ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাবে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)