সংবাদদাতা, কালিয়াগঞ্জ: শ্যামাপুজো ও দীপাবলি উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে কালিয়াগঞ্জের পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক হল। শনিবার বিকেলে পুলিসের ডাকে নাট্য নিকেতন মঞ্চে এই বৈঠক হয়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠকে কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ বিভিন্ন পুজো কমিটির সদস্য ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চাঁদা নিয়ে জুলুম বন্ধ করা সহ পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে উদ্যোক্তাদের একগুচ্ছ নির্দেশ দেন কালিয়াগঞ্জ থানার আইসি।