পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার আদিত্য মহন্তকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর বাড়ি শহর লাগোয়া ত্রিনাথ মন্দির পাড়া এলাকায়। আদিত্য দিল্লিতে একটা বেসরকারি সংস্থায় কাজ করতেন। পুজোর ছুটিতে বাড়ি এসেছিলেন। পরিবারের অভিযোগ বৃহস্পতিবার ভর্তি করা হয়েছিল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে। কিন্তু শুক্রবার ও শনিবার সেভাবে তার কোনও চিকিৎসা হয়নি বারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করার দাবি জানালেও তা কর্ণপাত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ বরং যে চিকিৎসকের আওতায় চিকিৎসাধীন ছিলেন আদিত্য সেই ডাক্তার মাইতি তার চেম্বার নিয়েই ব্যস্ত ছিলেন তিনি হাসপাতালে সেভাবে সময় দেননি। শনিবার রাত দশটা নাগাদ বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতের কাকা পিংকু মহন্ত বলেন, 'নার্স ও চিকিৎসকদের গাফিলতিতেই আমার ভাইপোর মৃত্যু হয়েছে।প্রকৃত তদন্ত ও দোষী চিকিৎসকের শাস্তি দাবি করে আগামীকাল লিখিত অভিযোগ জানাব।' বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসকরা অধিকাংশই তাদের চেম্বার নিয়ে ব্যস্ত থাকেন হাসপাতালে সময় দেন না হাসপাতালে রোগীদের সঙ্গে ব্যবহার ভালো নয় যে কারণে বারবার এই একই ঘটনা ঘটছে।