• নিম্নচাপের প্রভাবে উত্তাল হবে সমুদ্র! কোথায় ল্যান্ডফল ডানার?
    ২৪ ঘন্টা | ২০ অক্টোবর ২০২৪
  • অয়ন ঘোষাল: নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন। উপকূলের জেলাগুলিতে ঝড়বৃষ্টি শুরু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বুধবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশি প্রভাব পড়বে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলা গুলিতে।

    সতর্কবার্তা

    মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দফতরের। বুধবার সকালের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ। মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরে ও বুধবার উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৫৫ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল থাকবে। 

    সিস্টেম

    গতকাল শনিবার মধ্য‌ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামীকাল সোমবার সেই সিস্টেম নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। বুধবার মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর‌বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত্যহবে। এরপর শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমার যেকোনো উপকূলেই স্থলভাগে প্রবেশ করতে পারে।

    ঘূর্ণিঝড়

    বিভিন্ন বিদেশী আবহাওয়া মডেল দাবি করেছে এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদি পরিণত হয় তাহলে এর নাম হবে ডানা। নামটি কাতারের দেওয়া। এটি অন্ধ্র ওড়িশা উপকূলে ল্যান্ড ফল করলে এর গতি দেড়শো কিলোমিটারের ওপরে হবে কারণ সেখানে উত্তর পশ্চিম অক্ষরেখা অতি সক্রিয় এবং দ্বিতীয় বর্ষার মরসুম চলছে। ফলে অনেক বেশি জলীয় বাষ্প টানতে এবং শক্তি বাড়াতে সক্ষম হবে ঘূর্ণিঝড়। কিন্তু যদি গতিপথ পরিবর্তন করে এটি বাংলাদেশ বা মায়ানমার উপকূলে ল্যান্ড ফল করে তাহলে এর গতি ১০০ কিলোমিটারের বেশি হবে না বলেই বিভিন্ন মডেল দাবি করেছে। 

    দক্ষিণবঙ্গ

    দক্ষিণবঙ্গে আজ রবিবার থেকে অনেকটাই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। মঙ্গলবার সকাল পর্যন্ত শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। নিম্নচাপের প্রভাবে উপকূলে হালকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। পরবর্তী শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। মূলত উড়িষ্যা ও উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা।

    উত্তরবঙ্গ

    উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ। শুষ্ক আবহাওয়ার শুরু। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বেশিরভাগ জেলায়। কোথাও পরিষ্কার আকাশ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। 

    সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং কালিম্পংএর পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

    কলকাতা

    আংশিক মেঘলা বা পরিস্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির ইঙ্গিত। বাতাসে জলীয় বাষ্পের পরিমান কিছুটা কমে যাওয়ার ইঙ্গিত টানা মঙ্গলবার সকাল পর্যন্ত। 

    পরিসংখ্যান

    কাল রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৭৭ থেকে ৯৬ শতাংশ। কলকাতায় কাল সামান্য বৃষ্টি হয়েছে।

     

  • Link to this news (২৪ ঘন্টা)