'বিচারপতিরা সব বিজেপির লোক', বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের
এই সময় | ২০ অক্টোবর ২০২৪
এই সময়, কালনা: বিচারপতিদের নিয়ে বিধায়কের মন্তব্যে বিতর্ক তৈরি হলো কালনায়। শনিবার কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে সিঙেরকোনের একটি হিমঘরে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শর্মিলা সরকার, জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিধায়ক বলেন, ‘বিচারপতিরা সবাই বিজেপির লোক।’কেন এ কথা বলছেন বক্তব্যে তার ব্যাখ্যাও দেন বিধায়ক। দেবপ্রসাদ তাঁর বক্তব্যে বলেন, ‘১৪ তারিখ আরজি করে ভাঙচুর হলো তখন বিচারপতিরা বললেন, বাংলার পুলিশের কাছে কি কোনও তথ্য নেই। তাঁরা জানতে পারলেন না যে আরজি করে ওইরকম একটি ঘটনা ঘটতে পারে? আগাম সতর্কতা অবলম্বন করল না কেন পুলিশ।’
এর পরেই বিধায়ক বলেন, ‘আবার দেখুন, কী অদ্ভুত একটা ষড়যন্ত্র, পরিকল্পনা চলছে। যখন নবান্ন অভিযানের আগে পুলিশ ধরপাকড় করছে তখন এই বিচারপতিরা বলছেন পুলিশ কী করে জানল যে, এরা নবান্ন অভিযানের নামে বিশৃঙ্খলা করতে পারে? কথাগুলো বলছি মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে বলে। এটা প্রতিহত করতে, প্রতিরোধ গড়ে তুলতে পারেন আপনারাই।’
বিচার ব্যবস্থার প্রতি কি বিধায়ক আস্থা হারাচ্ছেন? দেবপ্রসাদ বলেন, ‘আপনারা হয়তো বলতে পারেন বিচারপতিকে কেন আমরা আক্রমণ করি? এটা তো প্রমাণিত যে, বিচারে যা রায় বেরচ্ছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। বিচারপতিরা সবাই বিজেপির লোক। আপনারা বলতে পারেন এটা মাইকে বলছেন কী করে? এই কারণেই বলছি, এটা প্রমাণিত যে, বিচারপতিরা চেয়ার ছেড়ে দিয়ে কেউ লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন কেউ গভর্নর পদে চলে যাচ্ছেন।’