কালীপুজোর আগেই বিপুল নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত, ধৃত ২
এই সময় | ২০ অক্টোবর ২০২৪
এই সময়: কালীপুজোর দিন বারো আগে দু’টি গাড়ি থেকে হাজার কেজির বেশি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। শুক্রবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে খিদিরপুর মোড় এবং ডায়মন্ড হারবার রোডের সংযোগস্থলে নাকা চেকিং শুরু করেন পুলিশের বন্দর ডিভিশনের অফিসাররা। তল্লাশি চালাতে গিয়ে একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশকর্মীদের। গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২৩টি বাক্স। যার মধ্যে ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি। গাড়ির চালক সাহিল শেখকে গ্রেপ্তার করা হয়।ওই রাতেই গার্ডেনরিচ রোডের কাছে তল্লাশি চালাচ্ছিলেন দক্ষিণ বন্দর থানার আধিকারিকরা। একটি গাড়ি থেকে উদ্ধার হয় ২৪০ কেজি নিষিদ্ধ বাজি। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক মইদুল মল্লিককে। ধৃতেরা দু’জনই বজবজের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বেআইনি ভাবে নিষিদ্ধ বাজি মজুত-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
শনিবার আদালত ধৃতদের ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি শহরের বিভিন্ন প্রান্তে সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবেশকর্মী সুভাষ দত্ত বলেন, ‘এই ঘটনা থেকেই স্পষ্ট, শহরে নিষিদ্ধ বাজি ঢুকতে শুরু করেছে। পুলিশের উচিত নজরদারি আরও বাড়ানো। নইলে বাজির রমরমা এ বারও বন্ধ করা যাবে না।’