তদন্তকারীরা জানান, শুক্রবার রাতে প্রথমে তাঁদের কাছে খবর আসে, ওয়াটগঞ্জ থানা এলাকার খিদিরপুর মোড়ে একটি পণ্যবাহী গাড়ি করে পাচার করা হচ্ছে নিষিদ্ধ বাজি। গাড়ি আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২৩টি বাক্সে ভরা প্রায় ৮৭০ কেজি নিষিদ্ধ বাজি। গাড়ির চালক সাহিল কোনও বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ বাজি বাজেয়াপ্ত করে তাকে গ্রেফতার করে।
অন্য ঘটনাটি ঘটে সেই রাতেই। দক্ষিণ বন্দর থানা এলাকার সার্কুলার গার্ডেনরিচ রোডে খিদিরপুর ট্রাম ডিপোর কাছে একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় ২৪০ কেজি নিষিদ্ধ বাজি। সেই সঙ্গে গ্রেফতার করা হয় চালক মইদুলকে।