• ৯ আগস্ট সন্দীপ-অভিজিৎ বার বার কথা! মুছে ফেলা কল রেকর্ড সিবিআইয়ের হাতে
    প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৪
  • অর্ণব আইচ: আর জি কর কাণ্ডের সিবিআই তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের মধ্য়ে একাধিকবার কথা হয়েছিল। ঘটনার দিন প্রাক্তন ওসিকে একাধিক নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ। সেই কথোপকথন গোপন করতেই মুছে ফেলা হয়েছিল একাধিক কল রেকর্ডিং। দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেই সমস্ত কল রেকর্ড উদ্ধার করা গিয়েছে বলেই সিবিআই সূত্রের দাবি।

    তদন্তকারীদের দাবি, অভিজিৎ মণ্ডলের ফোনে অটো কল রেকর্ডিং মোড অন ছিল। তাই সমস্ত কল রেকর্ড হয়েছিল। ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে সেই সমস্ত মুছে ফেলা কথোপকথন উদ্ধার করেছে সিবিআই। তাঁদের স্ক্যানারে রয়েছে চারটি হার্ড ডিস্কের ফুটেজ। ইতিমধ্যে ওই হার্ড ডিস্কে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ফরেন্সিক পরীক্ষা করানো হয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যেতে আদালতের অনুমতি পেয়েছে তারা।

    সন্দীপ ঘোষের নারকো অ‌্যানালিসিস পরীক্ষার আবেদন জানিয়েছিল সিবিআই। একইসঙ্গে সিবিআইয়ের পক্ষে শিয়ালদহ আদালতে অভিজিৎ মণ্ডলেরও পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয়। এ বিষয়ে দুজনের মত নেওয়ার জন‌্য আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল বিচারক। যদিও সূত্রের খবর, দুজনই ঘনিষ্ঠমহলে জানিয়েছেন যে, তাঁরা এই পরীক্ষায় রাজি নন।
  • Link to this news (প্রতিদিন)