মধ্য আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। রবিবার সে কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে কালীপুজোর আগে ফের দুর্যোগের পূর্বাভাস বঙ্গে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পড়তে চলেছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। আগামী ২৪ অক্টোবর, বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় ১০০ থেকে ১১০, সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বিশ্ব আবহাওয়া সংস্থার দেশগুলি প্রস্তাবিত নামের তালিকা অনুযায়ী ঘূর্ণিঝড়টির নাম হতে চলেছে 'দানা'। এই নাম দিয়েছে কাতার।ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’
রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মধ্য আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পরিণত হবে নিম্নচাপে। এরপর তা আরও শক্তি বৃদ্ধি করবে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২২ অক্টোবর তা পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। ২৩ অক্টোবর অর্থাৎ বুধবার তা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৪ অক্টোবর তা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওডিশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি অবস্থান করতে চলেছে, পূর্বাভাস এমনটাই।
কী প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে?
এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী ২২ তারিখ পর্যন্ত খুব একটা ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ২৩ তারিখ অর্থাৎ বুধবার থেকে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। বিশেষ করে প্রভাবিত হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। ২৪ তারিখ বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০, সর্বোচ্চ ১২০ কিলোমিটার।
কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও আগামী ২৩ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। ২৪ তারিখে অবশ্য ভারী বৃষ্টিপাত হতে পারে শহরে। উত্তরবঙ্গে ‘দানা’-র সরাসরি কোনও প্রভাব পড়বে না। হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায়।
এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কবে, কোথায় হবে? তা এখনও নির্দিষ্ট করে জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। ২১ তারিখ থেকে গভীর সুমদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে এবং ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত তাঁদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।