• বাংলায় ৬ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
    এই সময় | ২০ অক্টোবর ২০২৪
  • রাজ্যের ছয় আসনে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। নিজেদের এলাকায় জনপ্রিয়তা, জনসংযোগ, স্বচ্ছতার উপর ভিত্তি করে প্রার্থীদের নাম ঘোষণা করল রাজ্যের শাসক দল।কোচবিহারের সিতাই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সঙ্গীতা রায়, মাদারিহাট থেকে প্রার্থী হচ্ছেন জয়প্রকাশ টোপ্পো, বাঁকুড়ার তালড্যাংরা থেকে প্রার্থী হচ্ছেন ফাল্গুনি সিংহবাবু, মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন সুজয় হাজরা, উত্তর ২৪ পরগনার হাড়োয়া কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন শেখ রবিউল ইসলাম এবং নৈহাটি কেন্দ্র থেকে উপনির্বাচনের প্রার্থী হচ্ছেন সনৎ‌ দে।

    প্রসঙ্গত, ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের ঘোষণার পর শনিবারই প্রার্থী ঘোষণা করে দেয় বিজেপি। এখনও পর্যন্ত বাম-কংগ্রেসের তরফে কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি। যে ছয়টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হলো, এর মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মাদারিহাট কেন্দ্রে জিতেছিল বিজেপি। বাকি আসনগুলিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ছয়টি কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর নির্বাচন হবে। ফলাফল প্রকাশিত হবে আগামী ২৩ নভেম্বর।

    উপনির্বাচনের দিন ঘোষণা শাসক শিবিরে প্রার্থী হওয়ার দৌড়ে একাধিক নাম উঠে এসেছিল। মেদিনীপুরে জেলা সভাপতি সুজয় হাজরাকে প্রার্থী করা হয়েছে। হাড়োয়া কেন্দ্রে বসিরহাটের সদ্য প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের পুত্র শেখ রবিউলকে প্রার্থী করল তৃণমূল। নৈহাটি কেন্দ্রে স্থানীয় টাউন প্রেসিডেন্ট ও জেলা পরিষদের সভাধিপতি সনৎ দে'কে প্রার্থী করেছে শাসক দল। আলিপুরদুয়ার জেলায় মাদারিহাট কেন্দ্রে দলের ব্লক সভাপতি জয়প্রকাশ টোপ্পোকে লড়াইয়ের ময়দানে নামালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সিতাই কেন্দ্রে প্রার্থী হলেন তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার স্ত্রীর সঙ্গীতা রায় বসুনিয়া।
  • Link to this news (এই সময়)