• ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক নবান্ন, জেলাশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ মুখ্যসচিবের
    এই সময় | ২০ অক্টোবর ২০২৪
  • দুর্গাপুজো মিটতে না মিটতেই দুর্যোগের আশঙ্কা বাংলায়। বাংলা-ওডিশা উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে নয়া দিল্লির মৌসম ভবন। ঘূর্ণিঝড়ের আগে সতর্ক নবান্নও। জেলাশাসকদের বিশেষ নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।কালীপুজোর আগেই ঘূর্ণিঝড় ‘দানা’র সতর্কবার্তা। কবে আছড়ে পড়তে পারে স্থলভাগে? হাওয়া অফিস সূত্রে খবর খবর, ২৪ অক্টোবর বাংলা-ওডিশার কাছে পৌঁছতে পারে দানা। আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ 'দানা' ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কথা মাথায় রেখে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন।

    নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিতে হবে। বাঁধ গুলি কী অবস্থায় রয়েছে তা সরজমিনে পরিদর্শন করতে হবে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুত করে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে নবান্নের তরফে। মৎসজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ সৃষ্টি হবে। ধীরে ধীরে সেই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। আগামী ২৩ তারিখের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে, এই ঘূর্ণিঝড় কোথা দিয়ে স্থলভাগে ঢুকবে, কোন জায়গায় ল্যান্ডফল হবে তা এখনও পরিষ্কার করে জানায়নি হাওয়া অফিস।

    বাংলা-ওডিশার উপকূলের কোথাও ল্যান্ডফল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৩ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। বিগত বছরগুলোতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখেই আগাম প্রস্তুতি সেরে রাখছে নবান্ন।
  • Link to this news (এই সময়)