পুজোর ছুটিতে নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ৩ ভাইয়ের
হিন্দুস্তান টাইমস | ২০ অক্টোবর ২০২৪
চরম মর্মান্তিক ঘটনা। মহানন্দায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল তিন কিশোরের। রবিবার এই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এল মালদার পুখুরিয়া থানার টেকনা ঘাট এলাকায়। জানা গিয়েছে, মৃত তিন কিশোরের নাম বিশ্বজিৎ চৌধুরী, বয়স ১৩ বছর, আদিত্য চৌধুরী, বয়স ১৩ বছর এবং সত্যজিৎ চৌধুরী, বয়স ১২ বছর। তারা সম্পর্কে তিন খুড়তুতো ভাই। তিনজনেরই বাড়ি পুখুরিয়া থানার মাগুরা এলাকায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ‘রবিবার তারা ছয় বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে মহানন্দার টেকনা ঘাটে স্নান করতে গিয়েছিল। কিন্তু স্নান সেরে তিন বন্ধু আগেই বাড়ি ফিরে যায়। বাকি তিন জন তখনও ছিল জলে। আর ঠিক তখনই হঠাৎ করে তিন জন জলে তলিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই এলাকার জোর চাঞ্চল্য তৈরি হয়। বহু মানুষ নদী ঘাটে ভিড় জমান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে উদ্ধারকার্য শুরু করেন। দীর্ঘক্ষণ জাল ফেলার পর অবশেষে বেলা আড়াইটা নাগাদ নদী থেকে তিন জনের নিথর দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুজোর ছুটিতে গত কয়েকদিন ধরেই তিন ভাই নদীতে স্নান করতে আসছিল। তাদের যে এরকম পরিণতি হবে তা ভাবতে পারিনি। জনবিরল জায়গায় স্নান করাতেই তিন কিশোর ডুবে গেলেও কেউ টের পাননি বলে মনে করা হচ্ছে।