• ‘বিচারপতিরা সবাই বিজেপির লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলছে’
    হিন্দুস্তান টাইমস | ২০ অক্টোবর ২০২৪
  • দলের বিজয়া সম্মিনীতে যোগ দিয়ে বিচারপতিদের প্রতি অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এবার বিচারপতিদের ‘বিজেপির লোক’ বলে আক্রমণ করলেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। বিধায়কের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন আইনজীবীরা। সমালোচনা করেছে বিজেপিও।

    শনিবার দলের এক বিজয়া সম্মিলনীতে যোগদান করে দেবপ্রসাদবাবু বলেন, ‘আরজি করে যখন হামলা হল, তখন বিচারপতিরা বলছে, রাত দখলের নামে আরজি করে যখন ভাঙচুর হল তখন বিচারপতিরা বলছেন বাংলার পুলিশের কাছে কোনও তথ্য নেই? কেন তারা আগাম সুরক্ষা রাখল না। একটা ষড়যন্ত্র চলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলছে। আপনারাই পারেন এটা প্রতিহত করতে। এটা প্রমাণিত যে বিচারে যে সমস্ত রায় সরকারের বিরুদ্ধে। এবং বিচারপতিরা সবাই বিজেপির লোক। আমি কী ভাবে বলছি? নিজেদের পদ থেকে সরে এসে তারা কেউ লোকসভা প্রার্থী হচ্ছে, কেউ আবার রাজ্যপাল হয়ে যাচ্ছেন।’

    দেবপ্রসাদ বাগের মন্তব্যের সমালোচনা করে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘এটাই তো তৃণমূলের সংস্কৃতি। আমি ওই বিধায়ককে প্রশ্ন করতে চাই, সুপ্রিম কোর্ট যে তাঁদের যুবরাজকে ইডি - সিবিআইয়ের হাত থেকে রক্ষাকবচ দিয়ে রেখেছিল সেই বিচারপতিও কি বিজেপির ছিলেন? তৃণমূলের পাপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সাধারণ মানুষের ঢাল হয়ে দাঁড়াচ্ছে। আজ আদালত না থাকলে আমরা খাদ্যমন্ত্রীকে জেলে দেখতে পেতাম না। শিক্ষা দুর্নীতির কথা মানুষ জানতে পারত না। সন্দীপ ঘোষ জেলে যেত না। পশ্চিমবঙ্গের মানুষের শিরদাঁড়া হয়ে দাঁড়িয়ে আছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)