তৃণমূলের 'অনুগত সৈনিক'-এর বিরুদ্ধে BJP-র ভূমিপুত্র, লড়াই জমবে নৈহাটিতে?
এই সময় | ২১ অক্টোবর ২০২৪
রাজ্যে পালাবদলের পর থেকেই নৈহাটি আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিকের ছেড়ে যাওয়া আসনে এ বার দলের অনুগত সৈনিককে কাজে লাগাতে চলেছে ঘাসফুল শিবির। চমকের রাস্তায় না হেঁটে সাংগঠনিক নেতাকে লড়াইয়ের ময়দানে নামিয়েছে বিজেপিও। টক্কর জোরদার উত্তর ২৪ পরগনার গুরুত্বপূর্ণ আসনে।২০২১ সালে প্রায় ১৯ হাজার ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জিতেছিলেন পার্থ ভৌমিক। হারিয়ে ছিলেন বিজেপির ফাল্গুনি পাত্রকে। উপনির্বাচনে সেই জায়গায় লড়বেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে। জেলায় মন্ত্রী পার্থ ভৌমিকের 'ঘনিষ্ঠ' বলেই পরিচিত তিনি। এই কেন্দ্রে প্রার্থী ঘোষণার আগে একাধিক চমকপ্রদ নাম ভাসছিল একদা বামেদের শক্ত ঘাঁটিতে। শেষমেশ জেলার নেতাকেই গুরুত্ব দিল শাসক দল।
নাম ঘোষণা হতেই তৃণমূল প্রার্থী বলেন, 'নৈহাটির মানুষ তৃণমূলকেই প্রথম হিসেবে বেছে রেখেছে। বিরোধী দলের প্রার্থীরা নিজেদের মধ্যে ঠিক করছে কে দ্বিতীয় বা তৃতীয় হবে। জয়ের ব্যাপারে আমি নিশ্চিত।' অন্যদিকে, বিজেপি প্রার্থী রূপক মিত্র বলেন, 'আমাদের সঙ্গে মানুষ আছে। নৈহাটির মানুষ নির্বাচনে বুঝিয়ে দেবে। সুষ্ঠুভাবে নির্বাচন হলে জেতার ব্যাপারে আশাবাদী।'
নৈহাটি বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে নৈহাটি পুরসভা এবং চারটি গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতগুলি হল কাঁপা, শিবদাসপুর, পলাশি মাঝিপাড়া ও জেটিয়া। সবই এখন তৃণমূলের দখলে। ভোট যুদ্ধের আগে খানিকটা বাড়তি মনোবল নিয়েই মাঠে নামবে শাসক দল। অন্যদিকে, উপনির্বাচনে ফের আসন সমঝোতা হবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বাম-কংগ্রেস। প্রার্থী ঘোষণা ঢের বাকি। তবে, বড়মার আশীর্বাদে শেষ হাসি কে হাসবে? সেটা জানতে এখনও প্রায় একমাসের অপেক্ষা।