• ‘শর্ত’ মেনে অনশন না তুলেই মুখ্যমন্ত্রীর বৈঠকে যাবেন, মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের
    দৈনিক স্টেটসম্যান | ২১ অক্টোবর ২০২৪
  • দফায় দফায় বৈঠক, আশ্বাস, পাল্টা-আশ্বাসের পরেও সমাধান অধরা। সরকারের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকদের ক্ষোভের পারদ ক্রমশই চড়ছে। ১০ দফা দাবিতে ধর্মতলায় চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। শনিবার ফের সমস্যা সমাধানে এক ধাপ এগিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ডাকে সাড়া দিয়েই সোমবার নির্ধারিত সময়ে নবান্ন যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। তবে পূর্ব ‘শর্ত’ মেনে অনশন উঠবে না। রবিবার মুখ্যসচিবকে ইমেল করে এ কথা সাফ জানিয়ে দিলেন অনশনরত ডাক্তারেরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)