স্থানীয়দের উপরই আস্থা, ৬ বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূল ও বিজেপির
দৈনিক স্টেটসম্যান | ২১ অক্টোবর ২০২৪
১৩ নভেম্বর বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন, সেই নিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা চলছিলই। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। শনিবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপিও। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্যের শাসকদল। কোনও বড় মুখ নয়, বরং সংগঠনের লোকেদের উপরই ভরসা রাখল ঘাসফুল শিবির।