• রেশনে চাল মিলবে তো? দাবিপূরণ না হলে রাজ্যে সঙ্গে চুক্তি নারাজ চালকল মালিকরা!
    ২৪ ঘন্টা | ২১ অক্টোবর ২০২৪
  • মৌমিতা চক্রবর্তী: দাবি পূরণ না হওয়ায় চরম পদক্ষেপ। রাজ্যের সঙ্গে এবার চুক্তি না করার সিদ্ধান্ত নিল বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন। এই সংস্থার অধীনের রয়েছে পাঁচশোরও বেশি রাইস মিল।

    চাষিদের থেকে যে ধান সংগ্রহ করে রাজ্য সরকার, সেই ধান ভাঙানো হয় বিভিন্ন রাইস মিলে। তারপর রেশন থেকে চাল বন্টন করা হয়।  সেই ব্যবস্থা কি ব্যাহত হবে? রেশন চাল মিলবে না? সময় পেরিয়ে দিয়েছে। রাজ্য়ের কোনও চালকল বা রাইস মিল কর্তৃপক্ষই কিন্তু সরকারের সঙ্গে চুক্তি করেনি। 

    কেন? অভিযোগ, ১১ সেপ্টেম্বর নবান্নে বৈঠকে রাইস মিল মালিকের একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু, বাস্তবে কিছুই হয়নি। বেঙ্গল  রাইস মিল অ্যাসোসিয়েশনের দাবি,  অন্য রাজ্যের তুলনায় এ রাজ্য়ে মিলিং চার্জ অর্থাত্‍ চাল থেকে ধান করার জন্য কুইণ্টাল প্রতি যে টাকা দেওয়া হয়, তা অত্যন্ত কম। ন্যূনতম ৬০ টাকা না দিলে সরকারের সঙ্গে কোনও চুক্তিতেই করবেন তারা।

  • Link to this news (২৪ ঘন্টা)