জি ২৪ ঘণ্টা ডিজিটাল: জুনিয়র ডাক্তাররা সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী সঙ্গে মিটিংয়ে যাবেন। তবে তাঁরা জানিয়েছেন অনশন তাঁরা তুলবেন না। এনআরএস মেডিক্যাল কলেজে প্রায় তিন ঘণ্টা জিবি মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র ডাক্তাররা।
সাংবাদিক বৈঠকে এসে তাঁরা বলেন, "আগামিকাল মাননীয়া মুখ্যমন্ত্রী যে মিটিং ডেকেছেন, তাতে আমরা যেতে চাই। তবে আমাদের দাবী মানা না হলে অনশন তোলার কোনও প্রশ্ন নেই। অনশনকারীদের সিদ্ধান্ত চূড়ান্ত। আগামীকালের বৈঠক যে একটি সদর্থক জায়গায় যাবে সেই আশায় তাঁরাও বসে আছেন।" তাঁরা আরও বলেন, 'অনশনরত অবস্থাতেই আমাদের ডেলিগেট টিম যথাসময়ে নবান্নে পৌঁছাবে। অনেকে আমাদের জেদ, ঔদ্ধত্যের কথা বলছেন। কিন্তু, এই ১০ দফা দাবী, যাতে আর একটাও অভয়া না হতে পারে, তার সঙ্গে সম্পর্কযুক্ত।' স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে দুর্নীতির যথাযথ প্রমাণ তাঁদের কাছে রয়েছে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। যা সোমবার তাঁরা মুখ্যমন্ত্রীর সামনে পেশ করবেন বলে জানিয়েছেন।
জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রীর মানবিক দিক আমরা দেখতে চেয়েছি। কোন কোন দাবী অতিদ্রুত মেনে নিলে আমরা এই আন্দোলন অন্য দিকে দিয়ে পরিবর্তন করতে পারি, সেটা তাঁকে বুঝতে হবে। আমরা আশা রাখি কালকে একটি সদর্থক আলোচনা হবে। এবং এই আলোচনা থেকেই জটিলতা কাটার একটা জায়গা আমরা পাব।'
শনিবার জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে যান মুখ্যসচিব মনোজ পন্থ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। সেখানে তাঁদের দ্বারা ফোনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে আলোচনায় বসতে চান জুনিয়র ডাক্তাররা। এরপর মুখ্যসচিবের তরফ থেকে ইমেল করে জুনিয়র ডাক্তারদের জানানহয়, সোমবার বিকেল ৫টায় নবান্নে ৪৫ মিনিটের জন্য আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী। ১০ জন প্রতিনিধিকে সেখানে যাওয়ার জন্য বলা হয়েছে। তবে একটি শর্ত দিয়ে জানানো হয়, অনশন তুলে নিলে তবেই মুখ্যমন্ত্রী ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন। এই শর্তে রাজি হলেন না জুনিয়র ডাক্তাররা। সাফ জানিয়ে দিলেন অনশন চলবে। বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে।