সুন্দরী দার্জিলিংকে দেখুন হেলিকপ্টারেই, তৈরি হচ্ছে হেলিপ্যাড, কবে থেকে শুরু?
হিন্দুস্তান টাইমস | ২১ অক্টোবর ২০২৪
দার্জিলিং যাওয়ার কথা মাথায় এলেই একটা কথা নিয়ে সকলেরই চিন্তা হয়, আবহাওয়া কেমন থাকবে? আর সবথেকে বড় দুশ্চিন্তা দার্জিলিং পাহাড়ের ধস। তবে এবার আর এই ধস নিয়ে চিন্তা কিছুটা দূর হবে। এবার দার্জিলিংয়ের জন্য হেলিকপ্টারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
জিটিএর তরফ থেকে এনিয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। হেলিপ্যাড তৈরির চূড়ান্ত প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। মিরিকে একটা পুরনো হেলিপ্য়াড রয়েছে। সেই হেলিপ্যাডটিকে ফের নতুন করে সংস্কার করার চেষ্টা করা হচ্ছে।
নতুন হেলিপ্যাড তৈরি হচ্ছে দুতেরিয়া ও কালিম্পংয়ের ডেলোতে। ইতিমধ্য়েই সেই হেলিপ্যাড তৈরির জায়গা নির্দিষ্ট করা হয়েছে। ডিপিআরও তৈরি করা হয়েছে। সেই অনুসারে কাজ শুরু করছে পরিবহণ দফতর। সেক্ষেত্রে হেলিকপ্টারে চড়়ে পাহাড়ে যাওয়ার দিন আর বেশি দূরে নয়। এমনটাই মনে করা হচ্ছে।
মূলত দার্জিলিংয়ের পরিবহণকে আরও চাঙা করার জন্য় এই উদ্যোগ। একদিকে বাগডোগরা বিমানবন্দরে আন্তর্জাতিক করার উদ্যোগ। সেক্ষেত্রে এবার আরও বিদেশি পর্যটকরা আসবেন দার্জিলিংয়ে। এবার তাঁরা সরাসরি হেলিকপ্টারেই পাহাড়ে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে গাড়ির ধকল তাঁদের আর নিতে হবে না।
এদিকে একটা সময় গোর্খা হিল কাউন্সিলের চেয়ারম্যান সুবাস ঘিসিং দুতেরিয়াতে হেলিপ্যাড তৈরির চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়নি। তবে এবার সোনাদা থেকে কিছুটা দূরে এই দুতেরিয়াতে হেলিপ্যাড তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে আবহাওয়া ও মাটির প্রকৃতির উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে। তবে মিরিকের হেলিপ্যাড থেকে পরীক্ষামূলক যাত্রা ইতিমধ্যেই সফল হয়েছে।
এদিকে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় হেলিপ্যাড তৈরি হলে আকাশপথে পাহাড় দেখার সুখ মিলবে। অপূর্ব সুন্দর দার্জিলিংকে পাখির চোখে দেখা যাবে। পর্যটকদের মধ্য়েও এনিয়ে আগ্রহ তৈরি হতে পারে। পাহাডে বেড়াতে যাওয়ার খরচ কিছুটা বাড়তে পারে। কিন্তু যারা বড় বাজেট নিয়ে পাহাড়ে বেড়াতে চান তাঁদের জন্য বেশ আরামদায়ক হবে এই জার্নি। পাহাড়ের একাধিক জায়গায় হেলিপ্যাড তৈরি হলে আরও বিদেশি পর্যটক আসবেন দার্জিলিংয়ে। তাঁরা সরাসরি হেলিকপ্টারে দার্জিলিংয়ে চলে আসবেন। আরও পর্যটন সমৃদ্ধ হবে দার্জিলিং।
ইতিমধ্য়েই এনিয়ে জোর কদমে কাজ চলছে। তবে বাস্তবে কবে থেকে হেলিকপ্টার চালু হবে সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। কারণ হেলিকপ্টার চালুর আগে অনেক দিক খতিয়ে দেখতে হয়। সুরক্ষার দিকটা সবার আগে মাথায় রাখতে হয়।