• পরিচালন সমিতির সভাপতির নামে বিতর্কিত পোস্টার
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম হাইস্কুলে পরিচালন সমিতির সভাপতির নাম সামনে আসতেই তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল। রবিবার সকালে স্থানীয়রা দেখতে পান স্কুলের গেটের পাশে দেওয়ালে কয়েকটি পোস্টার সাঁটানো হয়েছে। পরিচালন সমিতির সভাপতি মণীন্দ্রনাথ বর্মনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিচে লেখা হয়েছে ছাত্রসমাজ ও শিক্ষানুরাগী। শীঘ্রই সভাপতি পদ থেকে মণীন্দ্রবাবুকে না সরালে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে। 


    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলের বিগত পরিচালন কমিটির সদস্য ছিলেন তিনি। সেই সময়ে তাঁর একাধিক  কাজ নিয়ে বিতর্ক তৈরি হয়। এনিয়ে স্কুলে সালিশি সভাও হয়। যদিও মাথাভাঙা-১ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, এসব অভিযোগ সম্পর্কে তারা কিছু জানত না। তবে মণীন্দ্রবাবুর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি স্বীকার করে নিয়েছেন স্কুলের টিচার ইনচার্জ সুজাইরুল হক। এদিন মণীন্দ্রবাবুকে এনিয়ে একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও তিনি কোনও উত্তর দেননি।


    স্কুলের টিআইসি সুজাইরুল হক বলেন, মণীন্দ্রনাথ বর্মন আগেও আমাদের স্কুলের পরিচালন সমিতির সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছিল। এখন তো সভাপতি ও সদস্যরা সিলেক্টেড। আমাদের এনিয়ে বলার কিছুই নেই। স্কুল বন্ধ থাকায় পোস্টার পড়ার বিষয়টি জানি না। আগামী ২৩ অক্টোবর সমস্ত নথিপত্র জমা দিতে বলেছি। সভাপতি ও দু’জন সদস্যের নাম এসেছে আমাদের কাছে। নয়ারহাট অঞ্চল তৃণমূল সভাপতি হিমাদ্রী রায়বর্মা বলেন, মণীন্দ্রনাথ বর্মনের নাম কে ঠিক করেছে সেটা আমি জানি না। স্কুলের সামনে পোস্টার পড়ার বিষয়টিও জানা নেই। 


    তৃণমূলের মাথাভাঙা-১ ব্লক সভাপতি মহেন্দ্রনাথ বর্মন বলেন, মণীন্দ্রনাথ বর্মনের নামে এধরনের অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। রাজনৈতিক কারণে এধরনের অভিযোগ উঠেছে, না সত্যি তিনি এসবের সঙ্গে জড়িত, সেটা আমরা খোঁজ নিয়ে দেখব। তবে মণীন্দ্রনাথ বর্মন এলাকায় একজন ভালো গৃহশিক্ষক ও পরিচিত মুখ। আগেও পরিচালন সমিতির সদস্য ছিলেন। তারপরও বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। 
  • Link to this news (বর্তমান)