সন্দীপন দত্ত, মালদহ: শারদোৎসবের পাশাপাশি থিমের লড়াইয়ে জমজমাট ইংলিশবাজারের কালীপুজো। শহরের মহানন্দাপল্লি রবীন্দ্র স্মৃতি সঙ্ঘের এবছর কালীপুজোর থিম ‘কুলো’। সামনেই ছটপুজো। যেখানে কুলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজোর সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়াও কালের নিয়মে আমাদের জীবনের এক সময়ের গুরুত্বপূর্ণ এই কুলো আজ প্রায় বিলুপ্তির পথে। ধান, চাল ঝাড়াই বাছাই থেকে শুরু করে আনাজ, সব্জি রাখতে আগে কুলোর ব্যবহার ছিল ঘরে ঘরে। সেই কুলোকেই এবার থিম ভাবনায় তুলে ধরা হচ্ছে।
রবিবার ছিল মহানন্দাপল্লি রবীন্দ্র স্মৃতি সঙ্ঘের খুঁটিপুজো। এবছর তাদের পুজো ১৬ তম বর্ষে। ক্লাব সভাপতি তথা কাউন্সিলার দুলাল সরকার বলেন, প্রতিবছরই এখানে শ্যামা মায়ের আরাধনা হয়। এদিন কালীপুজো উপলক্ষ্যে আমাদের খুঁটিপুজো হয়।
তাঁর সংযোজন, এবছর কালীপুজোয় আমাদের থিম গ্রাম বাংলার মানুষের হাতে তৈরি কুলো। এই কুলো দিয়ে নানা কারুকার্য করে প্যান্ডেল সাজিয়ে তোলা হবে। এই থিমের মধ্য দিয়ে আমরা হারিয়ে যাওয়া স্মৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।
শহুরে জীবনে কুলোর ব্যবহার এখন প্রায় নেই বললেই চলে। তবে গ্রাম বাংলার জীবনে কুলোর ব্যবহার আজও দেখা যায়। কালীপুজোর জন্য এবছর তিন থেকে চার লক্ষ টাকা বাজেট ধরেছে এই ক্লাব। পুজো প্যান্ডেলের পাশাপাশি চমক থাকবে আলোকসজ্জাতেও। চোখ ধাঁধানো আলোজসজ্জায় সাজিয়ে তোলা হবে প্যান্ডেল এবং সংলগ্ন রাস্তাঘাট।
মহানন্দা পল্লি সংলগ্ন এলাকা থেকেই শুরু হয়ে যায় ইংলিশবাজার পুরসভার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত। পুজো উদ্যোক্তারা জানান, কালীপুজো উপলক্ষ্যে এখানে এক বিশাল নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। পুর এলাকা এবং কোতোয়ালি অঞ্চলের মানুষ একসঙ্গে পাত পেড়ে বসে মায়ের ভোগ গ্রহণ করেন।