দলীয় নেতাকর্মীদের জনসংযোগ বাড়ানোর নির্দেশ মন্ত্রী বীরবাহার
বর্তমান | ২১ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, হবিবপুর: আগামী বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের আরও জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। মালদহের আদিবাসী অধ্যুষিত এলাকা হবিবপুরে দলের বিজয়া সম্মিলনি অনুষ্ঠানে এসে নেতাকর্মীদের আরও বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দিলেন তিনি।
রবিবার দুপুর দুটো নাগাদ হবিবপুর ব্লকের জিতু মঞ্চে আয়োজিত মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনি অনুষ্ঠানের প্রথমদিনে যোগ দিয়ে সবাইকে শারদ শুভেচ্ছা জানান মন্ত্রী। বীরবাহার সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, দলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি, বিধায়ক সমর মুখোপাধ্যায় প্রমুখ। হবিবপুর ব্লকের প্রায় ১২০ টি দুর্গাপুজো কমিটিকে এদিন সম্মান জ্ঞাপন ও স্মারক প্রদান করা হয়। পুজো কমিটির হাতে স্মারক তুলে দেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।
মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বীরবাহা জানান, আদিবাসী অধ্যুষিত এলাকার সাধারণ মানুষদের সমস্যা শুনতে হবে। আদিবাসীদের জমি সংক্রান্ত কোনও সমস্যা থাকলে দ্রুত প্রশাসনের নজরে এনে সমাধান করতে হবে।
লোকসভা ভোটে জেলার দুই আসনের মধ্যে একটিতেও জিততে পারেনি তৃণমূল। আদিবাসী অধ্যুষিত হবিবপুর ব্লকেও তৃণমূলের প্রাপ্ত ভোট অনেক কম। এনিয়ে কিছুটা আক্ষেপ প্রকাশ করেন মন্ত্রী বীরবাহা।
আরেক মন্ত্রী সাবিনার বক্তব্য, হবিবপুর বিধানসভায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যে পরিমাণ কাজ করা হয়েছে তার ১০ শতাংশ কাজও বিজেপির স্থানীয় বিধায়ক বা সাংসদ করতে পারেননি।
যদিও প্রতিমন্ত্রী সাবিনার বক্তব্য মানতে নারাজ হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। তাঁর বক্তব্য,হবিবপুরে বড় প্রকল্পগুলির কাজই করতে পারেনি তৃণমূল।