• ত্রিমূর্তি সঙ্ঘের কালীপুজোয় এবার বাঁকুড়ার টেরাকোটা শিল্প
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: ঝলঝলিয়া অফিসার্স কলোনি এবং কালীবাড়ি কলোনির ত্রিমূর্তি সঙ্ঘের কালীপুজো এবছর ৪৩ তম বর্ষে। এবছর কালীপুজোয় তারা বাঁকুড়ার টেরাকোটা শিল্পকেই থিম হিসেবে বেছে নিয়েছে। কালীপুজো উপলক্ষ্যে রবিবার ছিল ক্লাবের খুঁটিপুজো। ইংলিশবাজার শহরের ঝলঝলিয়া অঞ্চলের একটা বিশাল অংশজুড়েই রেলের কর্মীরা থাকেন। এখানে পূর্ব রেলে মালদহ ডিভিশনের ডিআরএম এবং মালদহ টাউন স্টেশন অবস্থিত। তাই রেলওয়ে কলোনির বাসিন্দাদের পাশাপাশি এই পুজোতে রেলের কর্মচারী ও তাঁদের পরিজনেরাও অংশগ্রহণ করে থাকেন। 


    ঝলঝলিয়া ত্রিমূর্তি সঙ্ঘের সভাপতি কৌশিক সরকার বলেন, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পকেই আমাদের কালীপুজোর থিম হিসেবে তুলে ধরছি। টেরাকোটার মন্দিরের আদলেই পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে। 


    রবিবাসরীয় সকালে বেশ ধুমধাম করেই খুঁটিপুজোর আয়োজন করা হয়। যেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পূর্ব রেলের মালদহের এডিআরএম এস প্রসাদ। তিনি বলেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করছি, সবাই মিলে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে পারব। 


    ঝলঝলিয়া ত্রিমূর্তি সঙ্ঘের কালীপুজোতে প্যান্ডেলের পাশাপাশি আলোকসজ্জাতেও থাকবে থিমের চমক। মণ্ডপ থেকে শুরু করে রাস্তার দু’ধার পর্যন্ত বিভিন্ন রকমের আলোকসজ্জায় সজ্জিত করে তোলা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে ত্রিমূর্তি সঙ্ঘের কালীপুজোয়।
  • Link to this news (বর্তমান)