• বিজয়া সম্মিলনির মধ্য দিয়ে ভোটপ্রচার শুরু তৃণমূলের
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, বানারহাট: রবিবার মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনকে সামনে রেখে বিজয়া সম্মিলনির মধ্যদিয়ে বিন্নাগুড়িতে ভোটপ্রচার শুরু করল শাসক দল তৃণমূল কংগ্রেস। মাদারিহাট বিধানসভার অধীনে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দু’টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এগুলি হল বিন্নাগুড়ি এবং সাঁকোয়াঝোরা-১। এই দুটি পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের অধীন থাকলেও লোকসভা নির্বাচনে ভোটের ফলের নিরিখে এখানে প্রায় ৭ হাজার ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল। এদিন বিন্নাগুড়ি বিডিএসসি ক্লাবের মাঠে বিজয়া সম্মিলনিতে উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক, ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়, তৃণমূলের জলপাইগুড়ি জেলার সভানেত্রী মহুয়া গোপ, বানারহাট ব্লক সভাপতি সাগর গুরুং সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। ঋতব্রত বলেন, বানারহাট ব্লকে তৃণমূলের ফলাফল খারাপ। হলদিবাড়ি, মোরাঘাট সহ বানারহাটের অধিকাংশ বুথে তৃণমূল পিছিয়ে রয়েছে। এর কারণ খুঁজতে হবে কর্মীদের। আমাদের আত্মসমালোচনা করতে হবে কেন এখানে খারাপ ফলাফল। আমরা তা করছি। চা বাগানে ক্রেশ, হেলথ সেন্টার তৈরি, জমির পাট্টা বিতরণ, চা সুন্দরী প্রকল্প, স্বাস্থ্যসাথী চালু করা মমতা বন্দোপাধ্যায়ের এর দায়িত্ব ছিল না। তবুও তিনি মানুষের কথা ভেবে এই সমস্ত জনমুখী কর্মসূচি নিয়েছেন। এর জন্যই চা বলয়ে তৃণমূল এগিয়েছে। বানারহাট ব্লকের চা বাগানের প্রতিটি বুথে তৃণমূল প্রার্থীকে ভালো ভোটে লিড দিতে হবে। এটাই এখন আমাদের লক্ষ্য।
  • Link to this news (বর্তমান)